Forums.Likebd.Com

Full Version: ৫ লাখ ১ টাকা দেনমোহরে সানি- নাসরিনের বিয়ে
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
‘৫ লাক্ষ ১ টাকার দেন মোহর ধার্যে ২০১৪
সালে বিয়ে করেছিলেন ক্রিকেটার আরাফাত
সানি ও নাসরিন সুলতানা। বিয়ের সময় কনের
উকিল বাবা ছিলেন আমিন বাজারের চানপুর
এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে মো.
মঞ্জুর হোসেন।’
২২ জানুয়ারি রোববার ঢাকা মহানগর হাকিম
প্রণব কুমার হুইয়ের আদালতে নাসরিন সুলতানার
আইনজীবী রফিকুল ইসলাম জুয়েলের দাখিলকৃত
কাবিননামায় বিষযটি উঠে এসেছে।
কাবিননামায় থাকা তথ্য অনুযায়ী, ‘নাসরিনের
উকিল নিয়োগের ব্যাপারে দুজন সাক্ষী
ছিলেন। তারা হলেন, রাজধানীর তেজগাঁও
এলাকার ৩২ সাউথ বানিপাড়া এলাকার শফিক
উদ্দিনের ছেলে সোহরাব হাফিজ ও
তেজগাঁওয়ের ৩৯/১ সাউথ কুনিপাড়া এলাকার
নজরুল ইসলামের ছেলে সাহিদ হাসান। এ সময়
কনের বয়স দেখানো হয় ২১ বছর ও আরাফাত
সানির বয়স দেখানো হয়েছে ২৮ বছর। বিয়ের
কাজী ছিলেন মো. দেলোয়ার হোসেন।’
‘বিয়ের সময় সাক্ষী হিসেবে ছিলেন, ৩২ সাউথ
কুনিপাড়ার রূপা ইসলাম এবং আমিনবাজারের
সরদারবাড়ির আনোয়ারুল হক শরীফ।
সময়োপযোগী ভদ্রোচিতভাবে আরাফাত
সানিকে মাসিক খোরপোশ দিতে হবে বলে
বিয়ের শর্তাদির মধ্যে রয়েছে। এ ছাড়া
স্বামী-স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতাও
অর্পণ করেছেন। শর্ত হিসেবে দেখানো
হয়েছে, স্বামী নিরুদ্দেশ, পুরুষত্বহীন,
চরিত্রহীন কিংবা বনিবনা না হইলে বিবি যখন
ইচ্ছে করবে নিজ নসফের প্রতি বায়েন তালাক
গ্রহণ করতে পারবেন।’
প্রসঙ্গ, ৫ জানুয়ারি তথ্যপ্রযুক্তি আইনের ৫৭
ধারায় নাসরিন সুলতানার করা মামলায়
আরাফাত সানিকে আজ গ্রেপ্তার করা হলে
আদালত তাকে একদিনের রিমান্ডে পাঠানোর
নির্দেশ দেন। নাসরিন সুলতানার দাবি, সানির
সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক রয়েছে। এমনকি
অন্তরঙ্গ কিছু ছবি সানি ফেসবুকসহ বিভিন্ন
জায়গায় ছড়িয়েও দিয়েছেন।