01-24-2017, 11:08 AM
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের দুকলিয়া এলাকা থেকে মাদক পাচারে আল্লাহর পবিত্র নাম ‘আল্লাহ’ শব্দকে ব্যবহার করায় এক বিখ্যাত মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
দেশটির একটি গণমাধ্যাম জানায়, গ্রেফতাকৃত ওই ব্যক্তির নাম আইমান ইমরান। তদন্তে আইমান ইমরান স্বীকার করেছেন, তিনি মাদক পাচারে প্যাকেটের গায়ে ‘তাওয়াক্কাল আলাল্লাহ’ বাক্যটি লেখে থাকেন। যেন এ নামের বরকতে তাকে গ্রেফতার না করা হয়।
মিশরের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, আইমান ইমরানকে কুমুন নুর এলাকা থেকে ব্যাপক গোলাগুলির পর গ্রেফতার করা হয়। তার আরও দুই সঙ্গীকেও গ্রেফতার করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্রও উদ্ধার করা হয়।
আইমান ইমরান একজন প্রসিদ্ধ মাদকপাচারকারী। তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে। এর আগে সে পাঁচ বছর জেলও খেটেছিল।
দেশটির একটি গণমাধ্যাম জানায়, গ্রেফতাকৃত ওই ব্যক্তির নাম আইমান ইমরান। তদন্তে আইমান ইমরান স্বীকার করেছেন, তিনি মাদক পাচারে প্যাকেটের গায়ে ‘তাওয়াক্কাল আলাল্লাহ’ বাক্যটি লেখে থাকেন। যেন এ নামের বরকতে তাকে গ্রেফতার না করা হয়।
মিশরের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, আইমান ইমরানকে কুমুন নুর এলাকা থেকে ব্যাপক গোলাগুলির পর গ্রেফতার করা হয়। তার আরও দুই সঙ্গীকেও গ্রেফতার করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্রও উদ্ধার করা হয়।
আইমান ইমরান একজন প্রসিদ্ধ মাদকপাচারকারী। তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে। এর আগে সে পাঁচ বছর জেলও খেটেছিল।