Forums.Likebd.Com

Full Version: 'প্রতিটি শিশুই মেধাবী এবং সৃজনশীল'
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
নওগাঁ প্রতিনিধি: প্রতিটি শিশুই মেধাবী এবং সৃজনশীল। তাদের এই মেধা ও সৃজনশীলতাকে মানবিক এবং সাংস্কৃতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। এজন্য শিশুদের লেখাপড়ার পাশাপাশি শিল্প-সাহিত্য ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে বড় করে তুলতে হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

২৭ জানুয়ারি শুক্রবার বিকালে নওগাঁ সরকারি জিলা স্কুলের ১০০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী উৎসবের প্রথম দিন অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



সংস্কৃতিমন্ত্রী বলেন, শিল্প-সাহিত্য ও সংস্কৃতিচর্চার মধ্যদিয়ে শিশুদের গড়ে তুলতে পারলেই মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে। তা না হলে শুধুমাত্র জিপিএ-৫ পাওয়া লেখাপড়ার লক্ষ্য হলে সেই সমাজটা হবে জঙ্গিবাদের সমাজ। আর এমন সমাজ কোনোভাবেই আমাদের কাম্য নয়।

এর আগে দুপুরে জাতীয় পতাকা ও শতবর্ষ পূর্তির বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী সকালে শতবর্ষ পূর্তি উৎসব উপলক্ষে স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা নেচে-গেয়ে বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন করেন।