Forums.Likebd.Com

Full Version: তুরস্কে স্কলারশিপের জন্য আবেদন শুরু ১৬ জানুয়ারি
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
তুরস্কে ২০১৭ সেশনের জন্য সরকারি স্কলারশিপের জন্য আবেদন শুরু হচ্ছে জানুয়ারির ১৬ তারিখে। আর এ আবেদন গ্রহণ করা হবে অনলাইনের মাধ্যমে। চলতি বছরের ১৭ ফেব্রুয়ায়রি পর্যন্ত আবেদন করা যাবে।

সারা বিশ্বের শিক্ষার্থীদের থেকে মাস্টার্স এবং পিএইচডির জন্য এ আবেদন আহ্বান করা হয়েছে। পরবর্তীতে অনার্সের জন্য স্কলারশিপের নোটিশ দেয়া হবে।

বিশ্ববিদ্যালয়: তুরস্কের যেকোন বিশ্ববিদ্যালয়।

তুরস্ক সরকারের বৃত্তিতে নিম্নোক্ত সুযোগ-সুবিধা রয়েছে :

১. টিউশন ফিসহ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় খরচ।
২. থাকা-খাওয়া সরকারি ডরমিটরিতে, যা সম্পূর্ণ ফ্রি।
৩. ফ্রি স্বাস্থ্য বিমা তথা বিনামূল্যে চিকিৎসাসেবা।
৪. এক বছরের তুর্কি ভাষা শিক্ষা কোর্স সম্পূর্ণ ফ্রি।
৫. মাসিক ভাতা (অনার্স ২৫০ ডলার, মার্স্টাস ৩৬০ ডলার এবং পিএইচডি ৫০০ ডলার, উচ্চতর গবেষণার জন্য ১০০০ ডলার)
৬. যাওয়া-আসার ফ্রি বিমান টিকেট।
৭. পার্টটাইম চাকরি করার সুযোগ। এ বছর থেকে শুরু হয়েছে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন-
https://www.turkiyeburslari.gov.tr/en/20...asvurulari