Forums.Likebd.Com

Full Version: চাকরিতে নিয়োগ পাওয়ার আগে কখনোই যে ১০ কথা বলবেন না
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে, চাকরির ইন্টারভিউ করা একটি মানসিক ও আবেগগত চাপ সৃষ্টিকারী প্রক্রিয়া। ফলে আপনি সহজেই ফাঁদে পড়ে বিশ্বাস করতে শুরু করতে পারেন যে, আপনি এবং আপনার নিয়োগদাতা বুঝি ঘনিষ্ঠ বন্ধু।



অনেক ইন্টারভিউ গ্রহণকারী এবং নিয়োগদাতারা চাকরিপ্রার্থীদের খোলামেলা কথা বলানোতে এতটাই পারদর্শী যে, এর মাধ্যমে তারা আপনি যে তথ্য গোপন রাখতে চান তাও বের করে নিতে সক্ষম। ফলে আপনাকে সতর্ক থাকতে হবে যাতে আপনার ক্ষতি হয় এমন কোনো তথ্য ফাঁস না হয়।



এখানে এমন ১০টি বিষয় তুলে ধরা হলো যা চাকরিতে নিয়োগ পাওয়ার আগে কখনোই বলা ঠিক নয় :



১. আমি এই চাকরির ব্যাপারে বিশেষভাবে আগ্রহী কারণ এর কর্মস্থল আমার বাড়ি থেকে খুব কাছে।



২. আমি এবং আমার স্ত্রী গর্ভধারণের চেষ্টা করছি (বা সন্তান দত্তক নেওয়ার চিন্তা করছি)।



৩. আমি যদি এখানে কাজ করতে আসি তাহলে কয়েক মাসের মধ্যেই অনুসন্ধানমূলক সার্জারি করার জন্য আমার ছুটি কয়েকদিনের ছুটি লাগবে।



৪. আগামী কয়েক বছরের মধ্যেই আমি পূর্ণকালীন গ্রাজুয়েট বিদ্যালয়ে যাওয়ার পরিকল্পনা করছি।



৫. এরপর আমি আমার নিজের কম্পানি চালুন করতে চাই।



৬. আমার জীবন সঙ্গী বা সঙ্গিনী চমৎকার একটি নতুন চাকরি পেয়েছেন।



৭. আমি আমার আগের চাকরির প্যাটেন্ট থেকে এখনো ভালো পরিমাণ অর্থ উপার্জন করছি।



৮. যত চাকরির জন্য আমি বিবেচিত হচ্ছি তার মধ্যে আমি এই চাকরিটিই সত্যিকার অর্থে পেতে চাই।



৯. আমি যদি সপ্তাহে দুই দিন সকালে বাড়িতে থেকে কাজ করার সুযোগ পাই তাহলে আমি আরো কম বেতন নিতেও রাজি আছি।



১০. আমি এই চাকরি পাওয়ার পর আর চাকরি খুঁজব না।



সূত্র : ফোবর্স