Forums.Likebd.Com

Full Version: ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে ড্রপবক্সের হ্যাক হওয়া পাসওয়ার্ড
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
প্রায় চার বছর আগে ক্লাউডভিত্তিক ফাইল হোস্টিং সেবা ড্রপবক্স হ্যাক হয়েছিল। ওই সময় হ্যাক হওয়া ৬ কোটি ৮০ লাখ আইডি ও পাসওয়ার্ডের তথ্য এখন অনলাইনে ছড়িয়ে পড়েছে। হ্যাক হওয়া কথা স্বীকার করেছে ড্রপবক্স কর্তৃপক্ষ।

ড্রপবক্সের ভাষ্য, মাত্র দুই সপ্তাহ আগে অনলাইনে আইডি-পাসওয়ার্ড ছড়িয়ে পড়লে তারা হ্যাক হওয়ার বিষয়টি বুঝতে পারে। যেসব ড্রপবক্স ব্যবহারকারী ২০১২ সালের আগে সাইন আপ করেছেন, তাঁদের পাসওয়ার্ড পরিবর্তন করে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

ড্রপবক্সের অ্যাকাউন্ট কে বা কারা হ্যাক করেছে, এখনো তা পরিষ্কার নয়।

ড্রপবক্সের এক ইমেইল বিবৃবিতে হ্যাক হওয়ায় দুঃখ প্রকাশ করেছে ড্রপবক্স কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, তারা যখন হ্যাক হওয়ার বিষয়টি ধরতে পারে, তখন ব্যবহারকারীদের কাছে মেইল করে জানানো হয়। পাসওয়ার্ড পরিবর্তন করার অনুরোধ করা হয়।

এ বছরের শুরুতে ড্রপবক্স কর্তৃপক্ষ জানিয়েছিল, ৫০ কোটির বেশি ব্যবহারকারী ড্রপবক্সে তাদের ফাইল, ছবি ও ভিডিওসহ নানা তথ্য জমা রাখছেন। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান।