Forums.Likebd.Com

Full Version: এবার কম্পিউটার এর Active Password না জেনেই সেট করুন নতুন Password
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
আমরা অনেক সময়ই কম্পিউটার এ সেট করা Password ভুলে যাই। আর এই কারনে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকই গভীর চিন্তায় পরে যান,কি করবেন বুঝতেই পারেন না।
কিন্তু এটা চিন্তার কোন ব্যাপারই না। আপনি খুব সহজেই Active Password টি না যানা সত্তেও নতুন Password সেট করে সমস্যার সমাধান করতে পারবেন।
কম্পিউটার এর Active Password না জেনে নতুন Password পরিবতন করতে করনীয় –
প্রথমে Start — -> Computer , Select –>Right Button ,Select — >Manage — >System Tools — > Local User And Groups Click —– >Click User – > এখন আপনার কাঙ্কিত ইউজার টি সিলেক্ট করে মাউস এর ডান বাটন প্রেস করুন >এখন Set Password—— >Proceed — ->এ ক্লিক করে আপনার নতুন এবং Conform Password টি দেন।
তাহলে আপনার কাঙ্কিত ইউজার এর Active Password পরিবতন হয়ে যাবে।