02-19-2017, 04:26 PM
জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ পশ্ন ও তার উত্তর যা জানা
আপনার অাবশ্যক
প্রিয় ট্রিকবিডির বন্ধরা কেমন আছেন? আশা করি ভালোই
আছেন।আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিছু
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর যেগুলো জানা আপনার জন্য
একান্ত প্রয়োজন।তো চলুন শুরু করি আমার আজকের টিউন
——
★ইংরেজি সাল থেকে বাংলা সাল এবং বাংলা সাল থেকে
ইংরেজি সাল বের করতে হয় কীভাবে?
→ইংরেজি সাল থেকে ৫৯৩ বিয়োগ করলে বাংলা সাল
পাওয়া যাবে। তেমনি বাংলা সাল থেকে ইংরেজি সাল বের
করতে হলে ৫৯৩ যোগ করতে হবে তাহলে বেরিয়ে
আসবে।
★অভয়ারণ্য কি?
→যে অন্ঞলের বন্যপ্রাণী ও গাছপালা আইনের দ্বারা
মানুষের ক্ষতিকর কর্মকান্ডের প্রভাবমুক্ত সেসব
অন্ঞলকে অভয়ারণ্য বলে।
★বিশ্বের বৃহত্তম সেতুর নাম কী?
→ ড্যানইয়ং-কানসান গ্রান্ড ব্রিজ।১,৬৪,৮০০ মি.
(৫,৪০,৭০০ ফুট)। এটি চীন দেশে অবস্থিত।
★ ইংরেজি “C” বর্ণ এর উচ্চারন কখন “ক” ও কখন “স”
বা”ছ” হয়?
→সাধারণত e,i বা y এর পূর্বে বসলে c এর উচ্চারণ স
বা ছ এর মত হয়। এবং a,o, u বা ব্যন্জনবর্নের পূর্বে
বসলে এর উচ্চারণ ক হয়।
★ শীতকালে ঠোঁট ফেটে যায় কেন?
→ শীতকালে বাতাস শুষ্ক থাকায় এবং ঠোঁটে কোনো
তৈলাক্ত না থাকায় শুষ্ক বাতাস ঠোঁট থেকে জলীয়
পদার্থকে বাষ্পীভূত করে বলে ঠোঁট ফেটে যায়।
★ সুপারমুন কেন দেখা যায়?
→ সুপারমুন হলো চাঁদের একটি দশা বা অবস্থা। চাঁদ
পৃথীবির খুব কাছে অবস্থান করলেই চাঁদকে পূর্ণ
গোলাকার,তুলনামূলক ভাবে অনেক বড় ও উজ্জ্বল
দেখায়,যাকে সুপারমুন বলে।
★প্রিজারভেটিব কী?
→ প্রিজারভেটিব হলো প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে
প্রাপ্ত কোনো পদার্থ যা খাদ্য,ফার্মাসিউটিক্যল,রং,
কাঠ, ইত্যাদিতে যোগ করা হয়।ফলে অণুজীব কতৃক
এদের বিয়োজন, যে কোনো ধরণের অনাকাঙ্ক্ষিত
রাসায়নিক পরিবর্তন বা পচন থেকে এদের রক্ষা করে।
★ খাবার পানিতে কী কোনে ভিটামিন থাকে?
→ খাবার পানিতে কোনো ভিটামিন থাকে না । তবে
মাটির নিচ থেকে তোলা পানিতে বিভিন্ন খনিজ পদার্থ
থাকে এবং অধিকাংশ খাবার পানিতে ক্লোরাইড থাকে।
★ সবুজ বিপ্লব কাকে বলে?
→ বৈজ্ঞানিক যন্ত্রপাটি, সেচব্যবস্থা, উন্নত বীজ
ইত্যাদি প্রচলেনের মাধ্যমে ফসলের উৎপাদন
ব্যাপকহারে বৃদ্ধি করাকেই বলে সবুজ বিপ্লবী।
আজ এ পর্যন্ত আবারও হাজির হব নতুন কোনো টিপস
নিয়ে।ধন্যবাদসবাইকে।
আপনার অাবশ্যক
প্রিয় ট্রিকবিডির বন্ধরা কেমন আছেন? আশা করি ভালোই
আছেন।আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিছু
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর যেগুলো জানা আপনার জন্য
একান্ত প্রয়োজন।তো চলুন শুরু করি আমার আজকের টিউন
——
★ইংরেজি সাল থেকে বাংলা সাল এবং বাংলা সাল থেকে
ইংরেজি সাল বের করতে হয় কীভাবে?
→ইংরেজি সাল থেকে ৫৯৩ বিয়োগ করলে বাংলা সাল
পাওয়া যাবে। তেমনি বাংলা সাল থেকে ইংরেজি সাল বের
করতে হলে ৫৯৩ যোগ করতে হবে তাহলে বেরিয়ে
আসবে।
★অভয়ারণ্য কি?
→যে অন্ঞলের বন্যপ্রাণী ও গাছপালা আইনের দ্বারা
মানুষের ক্ষতিকর কর্মকান্ডের প্রভাবমুক্ত সেসব
অন্ঞলকে অভয়ারণ্য বলে।
★বিশ্বের বৃহত্তম সেতুর নাম কী?
→ ড্যানইয়ং-কানসান গ্রান্ড ব্রিজ।১,৬৪,৮০০ মি.
(৫,৪০,৭০০ ফুট)। এটি চীন দেশে অবস্থিত।
★ ইংরেজি “C” বর্ণ এর উচ্চারন কখন “ক” ও কখন “স”
বা”ছ” হয়?
→সাধারণত e,i বা y এর পূর্বে বসলে c এর উচ্চারণ স
বা ছ এর মত হয়। এবং a,o, u বা ব্যন্জনবর্নের পূর্বে
বসলে এর উচ্চারণ ক হয়।
★ শীতকালে ঠোঁট ফেটে যায় কেন?
→ শীতকালে বাতাস শুষ্ক থাকায় এবং ঠোঁটে কোনো
তৈলাক্ত না থাকায় শুষ্ক বাতাস ঠোঁট থেকে জলীয়
পদার্থকে বাষ্পীভূত করে বলে ঠোঁট ফেটে যায়।
★ সুপারমুন কেন দেখা যায়?
→ সুপারমুন হলো চাঁদের একটি দশা বা অবস্থা। চাঁদ
পৃথীবির খুব কাছে অবস্থান করলেই চাঁদকে পূর্ণ
গোলাকার,তুলনামূলক ভাবে অনেক বড় ও উজ্জ্বল
দেখায়,যাকে সুপারমুন বলে।
★প্রিজারভেটিব কী?
→ প্রিজারভেটিব হলো প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে
প্রাপ্ত কোনো পদার্থ যা খাদ্য,ফার্মাসিউটিক্যল,রং,
কাঠ, ইত্যাদিতে যোগ করা হয়।ফলে অণুজীব কতৃক
এদের বিয়োজন, যে কোনো ধরণের অনাকাঙ্ক্ষিত
রাসায়নিক পরিবর্তন বা পচন থেকে এদের রক্ষা করে।
★ খাবার পানিতে কী কোনে ভিটামিন থাকে?
→ খাবার পানিতে কোনো ভিটামিন থাকে না । তবে
মাটির নিচ থেকে তোলা পানিতে বিভিন্ন খনিজ পদার্থ
থাকে এবং অধিকাংশ খাবার পানিতে ক্লোরাইড থাকে।
★ সবুজ বিপ্লব কাকে বলে?
→ বৈজ্ঞানিক যন্ত্রপাটি, সেচব্যবস্থা, উন্নত বীজ
ইত্যাদি প্রচলেনের মাধ্যমে ফসলের উৎপাদন
ব্যাপকহারে বৃদ্ধি করাকেই বলে সবুজ বিপ্লবী।
আজ এ পর্যন্ত আবারও হাজির হব নতুন কোনো টিপস
নিয়ে।ধন্যবাদসবাইকে।