Forums.Likebd.Com

Full Version: অতি গুরুত্বপূর্ণ টিপস অনলাইনে আয়ের জন্য ৪টি অতি গুরুত্বপূর্ণ টিপস
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
অতি গুরুত্বপূর্ণ টিপস
অনলাইনে আয়ের জন্য ৪টি অতি গুরুত্বপূর্ণ টিপস
আপনার মূ্ল্যবান সময়ের সামান্য সময় ব্যয় করে যদি কিছু
টাকা পয়সা ইনকাম করে নিজের প্রয়োজন মিটাতে পারেন,
তাহলে অন্যের কাছ থেকে ধার কর্জ করে চলার চেয়ে খারাপ
কি? ইন্টারনেট জগৎটা Facebook, social media এর
মধ্যে সীমাবদ্ধ নয়। আপনার সামান্য ইচ্ছা শক্তির বলে
আপনি ইন্টারনেট হতে কিছু টাকা উপাজর্ন করতে পারেন। এই
জন্য আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ছাত্র-
ছাত্রী, গৃহিনী এবং কিশোর বয়সি আধুনিক জেনারেশনরা
ইন্টারনেট হতে অল্প কিছু টাকা উপার্জন করে নিজের
ব্যক্তিগত প্রয়োজন মিটাতে পারেন।
YouTube হতে টাকা উপার্জনঃ অনলাইন থেকে টাকা
উপার্জনের সবচেয়ে সহজ পথ হচ্ছে YouTube. এখান থেকে
যে কোন বয়সের লোক খুবই সহজে টাকা উপার্জন করতে
পারেন। ইন্টারনেট বিশ্বের জনপ্রিয় ১০ ওয়েবসাইটের মধ্যে
YouTube হচ্ছে একটি। আপনি ইচ্ছে করলেই এখান থেকে কম
সময় ব্যয় করে অল্প অভীজ্ঞতা নিয়ে মাসে ভাল মানের টাকা
উপার্জন করতে পারেন। এই জন্য আপনাকে যেটি করতে হবে-
প্রথমে বিভিন্ন ভাল মানের ভিডিও YouTube এ আপলোড
করতে হবেহবে। এ জন্য আপনি আপনার মোবাইল ফোনকে
ব্যবহার করতে পারেন। আপনি যদি ভ্রমন প্রিয় লোক হন
তাহলে বিভিন্ন সুন্দর সুন্দর প্রকৃতিক দৃশ্যগুলি আপনার
ক্যামেরায় ফ্রেমবন্দী করেও এ কাজটি করতে পারেন। অথবা
আপনি যে বিষয় ভালভাবে জানেন সে বিষয়ে বিভিন্ন
টেউটোরিয়াল তৈরী করেও কাজটি করতে পারেন। কিন্তু মানে
রাখবেন কারও কোন নকল ভিডিও কপি করে এটি করা যাবে
না। এতে করে হিতের বীপরিত হতে পারে।
ব্লগিং করে বা ব্লগে আর্টিকেল লিখেঃ আপনি গুগল ব্লগারে
কিংবা ওয়ার্ডপ্রেসে বিনা মূল্যে একটি ব্লগ তৈরী করে নিতে
পারেন। এখন ব্লগ তৈরী করে থেমে থাকলে হবে না। আপনার
যে বিষয়ে পরিপূর্ণ জ্ঞান আছে, আপনি সে বিষয় নিয়ে লিখে
যান। এ ক্ষেত্রে হয়তো আপনি প্রথম ২-৩ মাস একটু কষ্ট
করতে হবে। তাই বলে আপনি নিরাশ হয়ে থেমে থাকবেন না।
Freelancing – একজন লেখক হয়েঃ Freelancing হচ্ছে
এমন একটি সাইট যেখানে আপনি আপনার লেখা বা আর্টিকেল
শেয়ার করে টাকা উপার্জন করে নিতে পারবেন। আপনি যদি
একজন ভাল লেখক হন কিংবা যে কোন বিষয়ে ভাল জ্ঞান
রাখেন, তাহলে যদি সে বিষয়ে ভাল মানের আর্টিকেল লিখতে
পারেন, তাহলেই এটা আপনার পক্ষে সম্ভব। আপনার লেখার
মান যদি ভাল হয় তাহলে Freelancing এ আপনার লেখার
মূল্য অর্থাৎ টাকা উপার্জনের পরিমান দিন দিন বাড়তে
থাকবে। এখান থেকে মাসে লাখ টাকা উপার্জন করে এমন
লোকও আছে।
Ad sense থেকে টাকা উপার্জনঃ Adsense হচ্ছে বিশ্বের
সবচেয়ে বড় বিজ্ঞাপনের (Advertisement) Program.
এটি গুগল কর্তৃপক্ষ সয়ং নিজে পরিচালনা করছে। আপনি যদি
আপনার ব্লগটিকে ভাল মানের Platform এ নিয়ে যেতে
পারেন এবং আপনার ব্লগে প্রচুর পরিমানে ভিজিটর থাকে
তাহলে Adsense থেকে আপনি হাজার হাজার টাকা উপার্জন
করতে পারবেন। এ পদ্ধতীতে আপনার ব্লগে Adsense এর
বিজ্ঞাপন ব্যবহার করে ক্লিক প্রতি ডলার আয় করতে
পারবেন। অনেকে বলে Adsense Approv করাটা অনেক
কঠিন কাজ। কিন্তু আমি বলছি মোটেও কঠিন কাজ নয়।
আপনি যদি মানসম্মত ২৫-৩০ টি ইউনিক কনটেন্ট লিখতে
পারেন তাহলে নিঃসন্দেহে Adsense Approv হয়ে যাবে।