Forums.Likebd.Com

Full Version: কিমের গয়না চুরির অভিযোগে গ্রেপ্তার ১৭
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
মডেল ও টিভি সঞ্চালক কিম কার্দাশিয়ানের গয়না চুরির অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করল ফরাসি পুলিশ। গ্রেপ্তারকৃতরা কোনো একটি ডাকাত দলের সদস্য।



তাদের বয়স ৫০-এর আশপাশে। গত অক্টোবরে প্যারিসে একটি মডেল শো-এ গিয়েছিলেন কিম। সেখানে একটি হোটেলে উঠেছিলেন কিম এবং তাঁর মা।



পুলিশের পোশাক পরে একদল দুষ্কৃতি কিমের কপালে বন্দুক ঠেকিয়ে তাঁকে বেঁধে রেখে তাঁর গয়না লুট করে। যার মূল্য আনুমানিক ১ কোটি পাউন্ড। পরের দিন একটি নর্দমা থেকে হিরার দুল উদ্ধার করা হয়। লুট করার পরে হেঁটে বা সাইকেলে করে পালানোর সময় ওই দুল কোনো কারণে নর্দমায় পড়ে যায়। চুরির পর দুষ্কৃতিকারীরা ফ্রান্সের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।



প্যারিস ছাড়াও রেনসি এবং ভিনসেন্নি থেকে তাদের প্রেপ্তার করা হয়েছে। ফ্রান্সের দক্ষিণের শহর গ্রাসি থেকে একজনকে গ্রেপ্তারের পর পুরো রহস্য সামনে চলে আসে। এরপর একে একে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।



পুলিশ আরও জানিয়েছে, এই দুষ্কৃতিদের ধরতে সাহায্য করেছে তাদের ডিএনএ। কিমকে বাঁধতে ব্যবহৃত উপাদান এবং তাদের ফেলে যাওয়া দুলের ডিএনএ এই কাজে সহায়তা করেছে।



‌সূত্র: আজকাল