Forums.Likebd.Com

Full Version: ইংরেজিতে যেকোন সালের যেকোন তারিখের বার বাহির করার নিয়ম
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
ইংরেজিতে যেকোন সালের যেকোন তারিখের বার বাহির
করার নিয়ম
ইংরেজিতে যেকোন সালের যেকোন
তারিখের বার বাহির করার নিয়ম :-
.
মাসের ও দিনের কোড মনে রাখতে
হবে।
যেমন:- # মাসের_কোড
Jan 6
Feb 2
March 2
April 5
May 7
June 10
July 12
August 15
Sept 18
Oct 20
Nov 23
Dec 25.
.
# দিনের_কোড
Sun 1
Mon 2
Tue 3
wed 4
Thurs 5
Fri 6
Sat 0
.
***1990 সালের 21 June কি বার ছিল তা
এখর বাহির করব,
#1. 1990 সালকে 4 দ্বারা ভাগ করতে
হবে, ভাগফল 497 হবে।
#2. ভাগফল 497 কে সাল 1990 এর সাথে
য়োগ করতে হবে,যোগফল 2487 হবে।
#3. যোগফল 2487 কে 7 দ্বারা ভাগ করতে
হবে,ভাগশেষ 2 হবে।
#4. এখন ভাগশেষ 2 এর সাথে মাসের
কোড ও তারিখ যোগ করতে হবে,
এখানে (2 ভাগশেষ, 10 June মাসের
কোড,21তারিখ) যেমন 2+10+21=33
#5. যোগফল 33 কে 7 দ্বারা ভাগ করতে
হবে, ভাগশেষ 5 হবে।
#6. সর্বশেষ ভাগশেষ 5 কে বারের
কোডের সাথে মেলাতে হবে।
Thursday=5
1990 সালের 21 June ছিল বৃহ্সপতিবার ।
.
ক্যালেন্ডারের সাথে মিলিয়ে
দেখতে পারেন।
.
এই মিয়মে অতীত বর্তমান ও ভবিষ্যতের
যেকোন তারিখের বার বের করতে
পারবেন।