02-19-2017, 08:29 PM
গণিতে A+ পাওয়ার সহজ উপায়।
♦ ♦গণিতে ভালো নাম্বার তোলার
উপায় ♦ ♦
১) “পরম করুনাময় সৃষ্টিকর্তা’র” নামে
পরীক্ষা শুরু করবে |
২) গণিতের ক্ষেত্রে 1,2,3…..সিরিয়াল
রক্ষা করার কোন দরকার নাই |
৩) যেগুলো ভালো পার কিংবা উত্তর
মিলবে যে Sure সেগুলা আগে করব|.
৪) ছোট ছোট করে লেখার দরকার নাই |
এক পৃষ্ঠায় একটা অংক করব|,,,,এতে
দেখতে খুব ভালো লাগবে |
৫)প্রথম থেকে পরিষ্কার পরিচ্ছন্ন
লেখার চেষ্টা করব|
৬) রাফ করার জন্যে খাতার পিছনের
অংশ ব্যবহার করব| এবং শেষে কেটে
দিবে |
৭) সরল জাতিয় অংক (যতোই সোজা
হোক)সবার শে(ষ করব| !
৮) যে অংকটা একবারে মিলবে না
,,,,সেটা আর না করে আরেকটা অংক শুরু
করে দিবে,,,,, কারণ ঐ অংক তোমার
বিপদ ডেকে আনবে |
৯) অংক ভুল হলে একটা দাগ দিয়ে
কেটে দিবে * *
১০) অংকের শেষে Ans. লিখবে কারণ
Ans.-এর জন্যে আলাদা মার্ক আছে |
১১) জ্যামিতির ক্ষেত্রে চিত্রের
দিকে নজর রাখবে কারণ Sir
জ্যামিতির বর্ণনা কম দেখে কিন্তু
চিত্রটা ভাল ভাবে দেখে |
১২) যে অংক গুলা ভুলে গেছ সেগুলো
সবার শেষ যা পার করে দিয়ে আসবে
কারণ অংকে বিভিন্ন অংশের জন্যে
আলাদা আলাদা নম্বর বরাদ্দ থাকে |
১৩) অংকে A পাওয়া যেমন সহজ ফেইল
করা আরো সহজ সুতরাং Be careful !
১৪) অংক কমন পড়লে নাচানাচির দরকার
নাই কারণ সহজ প্রশ্নেই ছাত্ররা বেশি
ভুল করে !!
………সবশেষে খাতাতা একবার Revision
অবশ্যই দিবে কারণ রিভিসনে – অনেক
ভুল ধরা পড়ে।
♦ ♦গণিতে ভালো নাম্বার তোলার
উপায় ♦ ♦
১) “পরম করুনাময় সৃষ্টিকর্তা’র” নামে
পরীক্ষা শুরু করবে |
২) গণিতের ক্ষেত্রে 1,2,3…..সিরিয়াল
রক্ষা করার কোন দরকার নাই |
৩) যেগুলো ভালো পার কিংবা উত্তর
মিলবে যে Sure সেগুলা আগে করব|.
৪) ছোট ছোট করে লেখার দরকার নাই |
এক পৃষ্ঠায় একটা অংক করব|,,,,এতে
দেখতে খুব ভালো লাগবে |
৫)প্রথম থেকে পরিষ্কার পরিচ্ছন্ন
লেখার চেষ্টা করব|
৬) রাফ করার জন্যে খাতার পিছনের
অংশ ব্যবহার করব| এবং শেষে কেটে
দিবে |
৭) সরল জাতিয় অংক (যতোই সোজা
হোক)সবার শে(ষ করব| !
৮) যে অংকটা একবারে মিলবে না
,,,,সেটা আর না করে আরেকটা অংক শুরু
করে দিবে,,,,, কারণ ঐ অংক তোমার
বিপদ ডেকে আনবে |
৯) অংক ভুল হলে একটা দাগ দিয়ে
কেটে দিবে * *
১০) অংকের শেষে Ans. লিখবে কারণ
Ans.-এর জন্যে আলাদা মার্ক আছে |
১১) জ্যামিতির ক্ষেত্রে চিত্রের
দিকে নজর রাখবে কারণ Sir
জ্যামিতির বর্ণনা কম দেখে কিন্তু
চিত্রটা ভাল ভাবে দেখে |
১২) যে অংক গুলা ভুলে গেছ সেগুলো
সবার শেষ যা পার করে দিয়ে আসবে
কারণ অংকে বিভিন্ন অংশের জন্যে
আলাদা আলাদা নম্বর বরাদ্দ থাকে |
১৩) অংকে A পাওয়া যেমন সহজ ফেইল
করা আরো সহজ সুতরাং Be careful !
১৪) অংক কমন পড়লে নাচানাচির দরকার
নাই কারণ সহজ প্রশ্নেই ছাত্ররা বেশি
ভুল করে !!
………সবশেষে খাতাতা একবার Revision
অবশ্যই দিবে কারণ রিভিসনে – অনেক
ভুল ধরা পড়ে।