Forums.Likebd.Com

Full Version: ফেসবুকে আকর্ষণীয় হওয়ার কিছু টিপস।
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
ফেসবুকে আকর্ষণীয় হওয়ার কিছু টিপস।
সোশ্যাল মিডিয়া দিনে দিনে যেমন জনপ্রিয় হচ্ছে তেমনই
জীবনের বিভিন্ন ক্ষেত্রে বাড়ছে এর উপযোগিতাও অনেকের
কাছেই সোশ্যাল মিডিয়া এখন আর নিছক অবসর যাপনের
উপায় নয় জীবনের বহুবিধ প্রয়োজন মেটানোর ক্ষেত্রে
তারা সাহায্য নিয়ে থাকেন ফেসবুক, টুইটার কিংবা
ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ার সেরকমই একটি
প্রয়োজন হল, নিজের উপযুক্ত জীবনসঙ্গী বা সঙ্গিনীকে
খুঁজে পাওয়া, এবং তার হৃদয় জয় করে নেওয়াফেসবুকে নিজেকে
আকর্ষণীয় রূপে উপস্থাপনের জন্য রইল কিছু টিপস
# লেখার বদলে ছবির মাধ্যমে নিজেকে অভিব্যক্ত করার
চেষ্টা করুননিছক স্ট্যাটাসের তুলনায় ছবি সবসময় অধিক
সংখ্যক মানুষের নজর কাড়ে ফলে আপনার ভালবাসার মানুষের
চোখে পড়াও সহজতর হয় কাজেই কোনও রেস্তোরাঁয় খেতে
গেলে, সেই নিয়ে স্ট্যাটাস দেওয়ার বদলে খাবার ভর্তি প্লেটের
ছবি পোস্ট করুন, লোকের চোখে পড়বে বেশি
# আপনার কর্মস্থল, পেশা বা কোন পদে আপনি রয়েছেন,
নিজের প্রোফাইলে তা স্পষ্টভাবে উল্লেখ করুনপ্রেমের
বাজারে ভাল চাকরির দাম অস্বীকার করার উপায় নেইতাছাড়া
আপনার চাকরি যদি তেমন আহামরি কিছু না-ও হয়, তাহলেও
নিজের পেশার সুস্পষ্ট উল্লেখ মানুষ হিসেবে আপনার
সততাকেও তো প্রমাণ করে, তাই না?
# আপনি কি মারাত্মক সুদর্শন, কিংবা মোহময়ী সুন্দরী?
তা যদি না হন, তাহলে শুধু প্রোফাইল পিক-এর জোরে
কারোর মন জয় করার সম্ভাবনা কমকাজেই মন দিন
স্ট্যাটাসের ওপরআপনি যা ভালবাসেন, যে বিষয়ে আপনি
আত্মবিশ্বাসী, স্ট্যাটাস দিন সেই বিষয়ের ওপরেইকবিতা
পড়তে যদি ভাল না বাসেন, তাহলে আলটপকা কবিতার লাইন
কোট করে লোক ঠকিয়ে লাভ নেইক্রিকেট ভালবাসলে তা
নিয়েই স্ট্যাটাস দিনসৎ থাকুন, তাতেই কাজ হবে
# স্মার্টনেস অবশ্যই জরুরি, কিন্তু ওভারস্মার্ট হতে গিয়ে
গোটা ব্যাপারটা কেঁচিয়ে ফেলবেন না যেনকোনও মেয়ের সঙ্গে
চ্যাট করার সময়ে ‘হাই হটি’ মার্কা কথা দিয়ে আলাপ জমাতে
গেলে অধিকাংশ মেয়েই তাতে বিরক্ত বোধ করেতার চেয়ে শুধু
‘হাই’-ই কথা শুরু করার পক্ষে যথেষ্ট
# নিজের বাড়ির কাছেপিঠের মেয়ে বা ছেলেদের সঙ্গে আলাপ
জমানোর চেষ্টা করুনএতে সোশ্যাল মিডিয়ার গণ্ডির বাইরে
গিয়ে বাস্তবে দেখাশোনার কাজটা সহজ হয়মেয়েটিও সুরক্ষিত
বোধ করে
# ফোন নাম্বার জোগাড় করার ক্ষেত্রে ‘তুমি কি হোয়াটস
অ্যাপে আছ?’ মার্কা প্রশ্ন পুরনো হয়ে গেছেআপনিও ওই
ধরনের প্রশ্ন করে নিজেকে সস্তা করবেন নাতার চেয়ে
সরাসরি বলুন, ‘তোমার সঙ্গে একটু কথা বলতে চাইফোন
নাম্বারটা পেতে পারি?’ সে কী উত্তর দিচ্ছে, তার ভিত্তিতে
আপনার প্রতি তার মনোভাবটা বোঝাও সহজ হবে
# কাউকে আপনার ভাল লাগতেই পারে, কিন্তু তা বলে তার
বিরক্তির কারণ হয়ে উঠবেন নাআপনার তরফ থেকে দু’একটা
‘হাই’, ‘হ্যালো’-তে যদি সাড়া না পান, তাহলে বুঝতে হবে,
আপনার আশা কমসেক্ষেত্রে দিবারাত্র তাকে মেসেজ করে
তার মনোভাব আপনি বদলাতে পারবেন নাউল্টে আপনার
ব্লকড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে
# শেষে একটাই কথা, কাউকে ভাল লাগলে আলাপ একটু
এগনোর পরেই আপনার মনোভাব তাকে বুঝতে দিনআলাপের
দু’দিনের মাথায় সরাসরি প্রোপোজ করাটা বাড়াবাড়ি, কিন্তু
তাকে যে আপনার ভাল লেগেছে, সে সম্পর্কে হালকা আভাস
অন্তত দিননা হলে একবার যদি সে আপনাকে নিছক বন্ধু বলে
ভাবতে শুরু করে, তাহলে ‘বন্ধু’ থেকে ‘প্রেমিক’ হয়ে ওঠাটা
কিন্তু প্রায় অসাধ্য সাধনের সামিল হবেকাজেই প্রথম থেকেই
আভাস দিন যে, আপনার মনে কী চলছে