Forums.Likebd.Com

Full Version: ফেসবুকে আপনার প্রোফাইলের সকল পোস্ট মাত্র এক ক্লিকে Public থেকে Friends করুন!!
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
ফেসবুকে আপনার প্রোফাইলের সকল পোস্ট মাত্র এক
ক্লিকে Public থেকে Friends করুন!!
কথা না বাড়িয়ে সরাসরি কাজে
আসি। এই কাজটা করতে আপনার
ফোনে লাগবে একটি Operamini.
ধাপ অনুসারে এগিয়ে যান এবার।
♣প্রথমে আপনার প্রোফাইলে
লগিন করে একটি যেকোনো পোস্ট করুন
প্রাইভেসিটা Friends রেখে।
যেকোনো পোস্ট ছোট অথবা বড়।
♣পোস্ট হয়ে গেলে এবার
অপেরামিনি দিয়ে Settings এ যান।
তারপর Privacy তে যান। তারপরে “Limit
The Audience For Posts You’ve Shared With
Friends Of Friends Or Public?” এ ক্লিক
করুন।
♣এবার Limit Old Post এ ক্লিক করুন।
কাজ শেষ। আপনার কাজ হয়ে গেছে।
আপনরার প্রোফাইলের সব পোষ্ট
পাবলিক থেকে ফ্রেন্ড হয়ে গেছে।
[বি:দ্র: যেসব পোস্ট Only To Me দিয়ে
করছেন সেগুলোর কোন পরিবর্তন হবে
না!! ]
একইভাবে আপনার পোস্টগুলো Friend To
Public করতে পারবেন। এর জন্য ধাপ ১ এর
পোস্টটি পাবলিক রেখে করবেন।
সবাই ভালো থাকবেন এবং সবসময় সুন্দর চিন্তা করবেন।