Forums.Likebd.Com

Full Version: ফেজবুকে কি অাপনার কনো পেজ অাছে তাহলে দেখুন
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
ফেজবুকে কি অাপনার কনো পেজ অাছে তাহলে দেখুন
আসসালামু আলাইকুম। প্রিয়
বন্ধুরা , আপনারা
সবাই কেমন আছেন , আশা করি খুব
ভাল আছেন
এবং আগামি তে যেন সব সময়
ভালো থাকেন এই
কামনা রইলো। আসলে
সামাজিক যোগাযোগের
সাইট হিসেবে ফেসবুক এখন
গুগলপ্লাস এর সাথে
তাল মিলতে গিয়ে অনেক
সেবাই নতুন ভাবে
নিয়ে আস্তে হচ্ছে ফেসবুক
গ্রাহকদেরজন্য।
সেই সুত্র ধরেই নিত নতুন
ফিচারের আবিষ্কার।
চলুন মূল কথায় যাই … আমাদের
মধ্যে অনেকেই
আছেন যারা একাধিক ফেসবুক
ফান পেজ
চালান। এমনও দেখা যায় একই
পেজের জন্য
কয়েকজন এডমিনও আছেন। আচ্ছা
ধরুন , আপনি
পেজ এরক্রিয়াটর আর
অন্যদেরকে আপনি
ইনভাইটকরেছেন এডমিন
হিসেবে। কখনও যদি
এমনটা হয় আপনার সাথে
তাঁদের থেকে ২ /১
জনের সাথে পেজ নিয়ে কোন
কারণে দ্বন্দ্ব
লেগেছে ! তাহলে ? নিশ্চয় সে
যদি ইচ্ছা করে
আপনার পেজের এমন ক্ষতি করে
ফেলতে পারে
যা আমাকে বুঝায় দিতে হবে
না। আপনার যারা
পেজ চালান তাঁরা ভাল করেই
জানেন , পেজ এর
জন্য আপনি যাকে নিয়োগ
করলেন সে উক্ত
পেজ এর সর্বময় ক্ষমতার
অধিকারি হবে। রাইট?
তাহলে বুঝুন কারো সাথে
দ্বন্দ্ব লাগবে কিন্তু
আপনার সখের পেজ … আরে
রাখেন এত চিন্তা !!!
ফেসবুকের ফান এর নতুন
ফিচারে যুক্ত হয়ে পেজ
একাধিক এডমিন রোলস ( Roles )
যা আগে ছিল
না। মনে রাখবেন একাধিক
এডমিন রোলস
( Roles ) । এখন আপনি চাইলেই
যেকাউকে এডমিন
করতে পারবেন এবং সাথে
যাকে খুশি পেজ এর
পুরো দায়িত্ব ( Manage ) , কাউকে
Content Creator
( Content প্রস্তুতকারক) , কাউকে
মডেরেটর
( Moderator ) , বিজ্ঞাপন
তৈরিকারক ( Advertiser ) ,
Insights Analyst ( অর্ন্তদৃষ্টি
বিশ্লেষক ) হিসেবে
আলাদা আলাদা করে ক্ষমতা
দিতে পারেন।
এতে একেক জনের জন্য আলাদা
আলাদা পার্ট
এক্সেস এর সুযোগ থাকবে।
আপনি যদি মনে
করেন আপনিই শুধু রুট এডমিন
হিসেবে পুরো
দায়িত্ব ( Manage ) থাকবেন
সেটাও করতে পারেন
আর বাকিদের প্রয়োজন হলে
সেভাবে দায়িত্ব
ভাগ করে দিবেন। এতে করে
কেউ ক্ষমতার
অপব্যবহার করতে পারবে না
চাইলেও ! এডমিন
রোলস ( Roles ) গুলো নিয়ে
আলাদা করে
বিস্তারিত লিখলাম না। কারণ
বেপার গুলো
আপনারা দেখলেই বুঝবেন। তাই
অতিরিক্ত
লিখা পড়ে সময় নষ্ট করার কোন
মানেই হয় না।
আপনি এডমিন রোলস ( Roles )
গুলো দেখতে এবং
ব্যবহার করতে চাইলে নিচের
স্টেপগুলো অনুসরন
করুণ … ১ . আপনার পেজ এর
ডানপাশে থেকে
Admin Panel বাটনে ক্লিক করুন … ২ .
আবার Edit এ
ক্লিক করুণ… ৩ . Edit এ ক্লিক করলে
নিচের মত
এডিট সেটিংস পেজ আসবে।
সেখানে থেকে
AdminRoles সাইড মেন্যু সিলেক্ট
করুণ। নিচের মত
পেজ পাবেন… ৪ . আবার আপনি
যাকে যেভাবে
দায়িত্ব দিতে চান সেভাবে
তার রোল
নির্ধারন করে দিন নিচের
ছবির মত। আপনি
চাইলে আগে থেকে অ্যাড
করা এডমিনদেরও
রোল পরিবর্তন করে দিতে
পারেন অথবা নতুন
করে কাউকে অ্যাড করলে
তাকেও রোল
নির্ধারন করে দিয়ে অ্যাড
করে নিতে পারেন
আপনার পেজ এডমিন
প্যানেলে। সবাইকে
ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো
থাকুন