Forums.Likebd.Com

Full Version: সত্যি কাহিনী অবলম্বনে- হৃদয় নাড়া দেয়ার মত গল্প। পুরোটা পড়ুন- ...
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
সত্যি কাহিনী অবলম্বনে- হৃদয় নাড়া দেয়ার মত গল্প।
পুরোটা পড়ুন- ... ... একজন ডাক্তার একটি জরুরী
সার্জারির জন্য তাড়াহুড়ো করে আর একডাক্তারকে
হাসপাতালে ডেকেগতিতে হাসপাতালে পৌঁ হাসপাতালে
ঢুকেই সে নিজেকে দ্রুত প্রস্তুত করে নিল সার্জারির
জন্য।এরপর সার্জারির ব্লক এগিয়ে সে দেখল রোগীর
( একটি ছোট্ট ছেলে ) বাবা ওখানে পায়চারি করছে দ
অপেক্ষায় , ডাক্তার কে দেখামাত্রলোকটি চেঁচিয়ে
উঠল-... আপনার আসতে এত দেরি লাগে? দায়িত্ববোধ
বলতে কিছু আছে আপনার? আপনি জানেন আমার
ছেলেএখানে কতটা শোচনীয়অবস্থায় আছে ????
ডাক্তার ছোট্ট একটা মুচকি হাসি হেসে বলল- "আমি
দুঃখিত,আমি হাসপাতাল এ ছিলাম না, বাসা থেকে
তাড়াহুড়ো করে এলা তাই খানিক দেরি হল,
এখনআপনি যদি একটু শান্ত হন, তবে আমি আমার
কাজ টা শুরু করি ?"লোকটি এবার যেন আরওরেগে
গেলো, ঝাঁঝাঁলো স্বরে বলল-" ঠাণ্ডা হব? আপনার
সন্তান যদি আজএখানে থাকতো? আপনার সন্তান যদি
জীবন মৃত্যুরমাঝে দাঁড়াইয়া থাকতো, তবে আপনি কি
করতেন? শান্ত হয়ে বসে থাকতেন ??"ডাক্তার আবার
হাসলেন আর বললেন"আমি বলব পবিত্র গ্রন্থে বলা
হয়েছে মাটি থেকেআমাদের সৃষ্টি আর মাটিতেই আমরা
মিসে যাব ! ডাক্তার কাউকে দীর্ঘ জীবন দান করতে
পারেন না আপনি আপনার সন্তানের জন্য প্রার্থনা করতে
থাকুনআমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা টা করব
।" লোকটি পুনরায় রাগত স্বরে বলল-"যখন
আপনার টেনশন না থাকে তখন উপদেশ দেয়া সহজ
ই !!" এরপর ডাক্তার সাহেব সার্জারির রুম এ চলে
গেলো, ২ ঘণ্টার মত লাগলো, শেষে হাসি মুখে
ডাক্তাহাসি মুখে বের হয়ে এলেন,"আলহামদুলি ল্লাহ
অপারেশন সফল"এরপর লোকটির উত্তরেরঅপেক্ষা না
করেই ডাক্তার আবার বলে উঠলেন-"আপনার কোন
প্রশ্ন থাকলে নার্স কে জিজ্ঞেস করুন", বলে তিনি চলে
গেলেন ।এরপর লোকটি নার্সকে বললেন- "ডাক্তার এত
ভাব নেন কেন? তিনি কি আর কিছুক্ষণ এখানে দাঁড়াতে
পারতেন না? যাতে আমি ওনাকে আমার সন্তানএর
ব্যাপারে কিছু জিজ্ঞেস করতাম ।" নার্স কান্নায়
ভেঙ্গে পড়লেন আর জানালেন- ডাক্তার এর ছেলে আজ
সকালে মারা গেছেন রোড এক্সিডেন্ট এ, তিনি আপনার
ফোন পেয়েওনার ছেলের জানাজা থেকে উঠে এসেছেন
, এখন আবার দৌড়ে চলে গেলেন- কবর দিতে । নৈতিক
শিক্ষা :- একজন মানুষ কে কখনো তার বাইরের আচরণ
দেখে যাচাইকরবেন না, কারণআপনি কখনই জানেন না
তিনি কিসেরমাঝে আছেন ।শেয়ার করতে ভুলবেন না ।