Forums.Likebd.Com

Full Version: দূরে_যাওয়ার_দূর_সাহসী_গল্প . . "ভালোবাসা থাক কল্পনাতেই চুপ " ...
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
ইনবক্স থেকে বলছি.....
কিছু দিন আগের কথা। একটা ফ্রেন্ড রিকুয়েস্ট সাথে এস এম
এস "যদি বন্ধু হও, হাতটি বাড়াও "
.
সেই দিন থেকে মেয়েটির সাথে প্রতিদিন চ্যাট হতো। হঠাৎ
একদিন সে বললো " I love you "। কিন্তু আমি তার ডাকে
সাড়া দিতে পারিনি।
সে বললো "আচ্ছা আমার জন্য কি তোমার মনে এতোটুকু
মায়া জম্মায় নি?
বল্লাম না!! কেন জন্মাবে? আমি বড় নিষ্ঠুর, পাষান, পাষন্ড।
হ্যাঁ আমি খুব খারাপ, অনেক খারাপ। খারাপ ছিলাম না একদিন।
হতে বাধ্য করেছে আমার চারপাশের মানুষ। আমার ভাগ্য,
আমার নিয়তি।
.
আমি খারাপ বলে কারো জীবন নিয়ে তো খেলা করছিনা?
খেলছি শুধু নিজের জীবন নিয়ে। মায়া--মমতা অন্যকে কী
দেখাব? আমার জীবনের মূল্যতো আমি নিজেই দেই না।
আমি জীবনটাকে খুব তুচ্ছ মনে করি। স্বপ্ন আর দেখিনা।
আমি অন্যকে জ্বালাই না। একা পথ চলতেছি শিখেছি।
.
নিজের শরীরে ক্ষত চিহ্ন পড়ে না। আঘাত পেয়ে কেটে রক্ত
ঝড়ে গেলেও আমার কষ্ট লাগেনা। আমার ভিতরে কত রোগের
বাস আমি জানি। তবু কাউকে বলি না। গভীর রাতের এক একটা
যন্ত্রনা আমাকে কুড়ে কুড়ে খায়। মনটা ভাঙ্গতে ভাঙ্গতে এত
টুকরো হয়ে গেছে যে, কেউই জোড়া লাগাতে পারবেনা। সত্যিই
প্রাণ থেকেও আমি একটা জীবন্ত লাশ।
.
এরপর মেয়েটা ভাবলো অামার পিছে ঘুরে কোন লাভ হবে না।
মেয়েটা নিজে নিজে দূরে সরে গেলো।
.
লেখকের কিছু কথা "বিরহ থেকে মন কে দোষ দেওয়া,বা ফেলে
আশা স্মৃতিতে এক একটা সুন্দরদিন নষ্ট করা নেহাত বোকামি
ছাড়া আর কিছুই নয়
.
ভাল থাকুন সবাই,
ভাল রাখুন নিজের মনকে,
ভালবেসে ভালবাসার মানুষটির পাশেই থাকুন