Forums.Likebd.Com

Full Version: মাঝেমাঝে ভালোবাসা হয়ে যায় অর্থহীন, বিক্রি হয়ে যায় স্বার্থের কাছে ।
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
মাঝেমাঝে ভালোবাসা হয়ে যায় অর্থহীন, বিক্রি হয়ে যায় স্বার্থের কাছে ।
.
লেখা- Gazi Parvez
.
কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বুঝেনা । তেমনি যখন কেউ ভালোবাসে, তার ভালোবাসার দাম দেয়না । আর যখন ভালোবাসার মানুষটি অবহেলার শিকার হয়ে দূরে চলে যায়,,তখন বুঝে কাউকে অবহেলার মর্ম ।
.
দুনিয়ার মানুষগুলো বড় অদ্ভুত । যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন, সে আপনাকে কষ্ট দিবে এবং অবহেলা করবে । তার কাছে আপনার কোনো দাম থাকবেনা ।
.
হ্যা হয়তো সে আপনাকে অনেক সময় বলবে, তোমাকে ছাড়া আমি বাঁঁচবো না, তুমি আমার সব,, তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার আগে আমি আত্মহত্যা করবো । কিন্তু বাস্তব ঠিক তার উল্টো, দিব্যি ভালো থাকে অন্যের সাথে । ভালো থাকবেনা কেনো, সে মানুষটা আপনাকে তো মন থেকে কখনো ভালো বাসেই নাই ।
.
বারবার যখন তার সাথে কথা বলতে চাইবেন, তখন সে নিজেকে অনেক কিছু মনে করবে । অবহেলা করে দূরে সরিয়ে দিবে আপনাকে । তাই নিজে থেকে দূরে থাকাই ভালো ।
.
আমার এক বন্ধু, একটি মেয়েকে খুব ভালোবাসে । কিন্তু ৩ বছর তার ভালোবাসা ছিলো এক তরফা । মেয়েটি রাজি ছিলোনা । ৩ বছর পর মেয়েটি রাজি হলো । কিন্তু এই ৩ বছর আমার বন্ধু কতটা অবহেলার শিকার হয়েছে, তা একমাত্র সে ই বলতে পারবে ।
.
কথায় আছে,, অতিরিক্ত অবহেলা মানুষকে অনেক পাষণ্ড করে তোলে । আবার কাউকে মাত্রাতিরিক্ত ভালোবাসা দেখাতে নেই, মাথায় উঠে নাঁঁচবে ।
.
ভালোবাসার মানুষকে অবহেলা করতে নেই, আপনার সামান্য,অবহেলায় হয়তো সে নিজের অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে ।
.
ভালোবাসা বেচে থাকে যুগ যুগ ধরে, কিন্তু ভালোবাসার মানুষটি অনেক সময় দূরে সরে যায় নিজ স্বার্থে ।
.
লেখা- Gazi Parvez