Forums.Likebd.Com

Full Version: আমি নদীর পাশে বসে গান গাইতেছি।
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
আমি নদীর পাশে বসে গান গাইতেছি।
তোমাকে ভালোবাসি রে বন্ধু....
কিন্তু কোথায় থেকে এসে একটা মেয়ে বলে
এই ফাজিল কোথাকার পোলা....
মেয়ে= তুই এখন আমাকে কি বললি রে।
তুই আমাকে চিনস কে আমি?
*
*
তামিম= ওই নদীর পাড়ের পেত্নী তোরে আমি
চিনব কেন? তুই কে এমন মহারানী
যে তোকে আমি চিনতে হবে।
*
*
মেয়ে= মুখ দিয়া এখন কি বলেছিলে তুই।
তুই তো আমাকে দেখে এ কথা টা বলেছিলে
তাই না।
*
*
তামিম= হি হি হি।
হা হা হা হা।
*
*
মেয়ে= হাসিস কেন?
*
*
তামিম= আরে তোর মুখ দেখে।তুই রাগলে তোর
মুখ পচা টাইপের পেঁপের মতো হয়ে যায়।
তোর মুখে অনেক মায়া আছে রে।মায়া আছে।
আমি পাগল হয়ে গেলাম।
তোরে রাগলে অনেক কিউট পেত্নী লাগে রে।
*
*
মেয়ে= কি!!
এই পোলা।
তুই আমার সামনে দাঁড়িয়ে আমাকে এইসব
আজেবাজে কথা বলিস।
তোর সাহস তো কম না।
*
*
তামিম= শুন আমি তোকে দেখে গান
গাইছিলাম না।
এমনি এই গান টা গাইছিলাম।
আর যখন তুই আমাকে বললি আমি তোকে দেখে
গান গাইতে ছিলাম।
তখন আমার অনেক রাগ উঠে গিয়েছিল।
তাই তোকে এসব কথা বলছি।
তুই রাগ করিস না ।
*
*
মেয়ে= ঠিক আছে।
তামিম= আচ্ছা তোমার বাড়ি কোন গ্রাম?
*
*
মেয়ে= কেন?
*
*
তামিম= এমনি।
একটু তোমাদের গ্রামে গিয়ে ঘুরে আসতাম।
*
*
মেয়ে = আচ্ছা তোমার মতলব তো কিছু একটা
আছে।
*
*
তামিম= আরে মতলব কিছু নাই।
তুমি অনেক সুন্দর।
*
*
মেয়ে= এই কথা আমাকে সবাই বলে।
তুমি নতুন করে বলা লাগবে না।
আর শুন আমি অনেক সুন্দরি।
আমি জানি।
*
*
তামিম= তা তো আমি দেখতেই পাচ্ছি।
কি সুন্দর।
*
*
মেয়ে= কি সুন্দর মানে?
*
*
তামিম= আরে তুমি মোটেই সুন্দর না।
*
*
মেয়ে= শুন আমি সুন্দর কি না সুন্দর না তুমি
বলা লাগবে না।
<>
<>
<>
<>
আমি তামিম এই গ্রামে আমার বসবাস।
আমি একটু দুষ্টু টাইপের।দুষ্টু বলতে সে রকম
কিছু না। মানে বোঝেন না সবার সাথে
হাসি,আড্ডা দেই, ঘুরি এসব কাজ।
আমার মনে মাঝে কোনো মেয়ের ছবি ছিল
না।
কোনো মেয়েকে আমি আমার মনের ঘরে
জায়গা দেই নি।
কেমনে দিমু বলেন ভালোই লাগে নি তাই
হয়তো কোনো মেয়ে আমার মনের ঘর নিজের
ঘর অধিকার করতে পারে নি।
<>
<>
<>
<>
না আমি ভুল। আমার মনের ঘরে এখন সে বাস
করে। তার মুখখানা শুধু আমার চোখে ভেসে
উঠে। আমার হৃদয়ের ঘরে তার বসবাস। আমি
তার মায়াবী মুখখানা দেখে তাকে আমি
ভালোবেসে ফেলেছি।
আমি তাকে খোঁজে বের করব।
আর আমার মনের কথা বলব।
<>
<>
<>
<>
আমি আবার নদীর পাশে বসে গান ধরলাম।
আমি তোমার মনে ভিতর.........
গান গাইতে না গাইতে মেয়ে আমার সামনে
উপস্থিত।
মেয়ে= এই তুমি কি শুরু করছ?
আমাকে দেখে শুধু গান ধরো কেন?
*
*
তামিম= আমি তোমাকে দেখে গান ধরলাম
মানে।
আমি মোটেই তোমাকে দেখে গান ধরি নি।
আমি এমনেই গান ধরছি।
আমি তোমার মনের ভিতর...
*
*
মেয়ে= চুপ এই চুপ, একদম চুপ।
*
*
তামিম= আমি একটা কথা তোমাকে বলতে
চাই।কথাটা একদম কাটি।
আমার মনের ভিতর থেকে আসবে।
*
*
মেয়ে= কি কথা বল?
*
*
তামিম= মানে আমি তোমাকে..।
আচ্ছা বাদ দাও বাকী কথা আর বলি না।
পরে একসময় বলব নে।
*
*
মেয়ে= তুমি এখন বলবা।
বাকী কি কথা বল।।
*
*
তামিম= আপনার যে রাগ এই কথা শুনলে
আমাকে আর জিন্দা রাখবেন না।
কিন্তু তবুও আমাকে বলতে হবে কিন্তু এখন না
অন্য একদিন।
*
*
মেয়ে= এই ছ্যাঁচড়া পোলা যা বলবি তা বলে
পেল নইলে আমি কিন্তু।
*
*
তামিম= আমি তোমাকে প্রথম দেখেই
ভালোবেসে ফেলেছি।
(তার ধমকে।)
*
*
মেয়ে= কি!
*
*
তামিম= আমি তোমাকে সত্যি ভালোবাসি।
*
*
মেয়ে= ভালোবাস ঠিক আছে।কিন্তু কোনো
দিন যদি পেলে যাও।
তাইলে কিন্তু মেরে পেলব।
*
*
তামিম= হি হি হি।
*
*
মেয়ে= হুহুহুহু।
-গল্পের লেখক তামিম আহমেদ