02-22-2017, 11:07 AM
মেয়েটির হাতে ফুলের ঝুড়ি। বয়স আনুমানিক ৭ কি ৮ হবে। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। চুলে জট বেঁধে আছে নাকি কোকরা চুল ঠিক বুঝা যাচ্ছেনা। চোখ দুটো ছোট ছোট মিনমিন করছে। যে কেউ দেখে মায়ায় ভক্ত হয়ে যাবে।
সম্ভবত দূর কোথাও থেকে এসেছে। সামনে গিয়ে দাঁড়ালাম। ব্যানার বিলবোর্ড ফেসবুক অনলাইনে নাহয় নানান ধরণের এড দেখে জানলাম আজ মহান একুশে ফেব্রুআরি অর্থাৎ ভাষা দিবস। রাস্তায় রাস্তায় মানুষ পতাকা হাতে নিয়ে হাঁটছে। গাড়ির গ্লাস তুলে রেখে পতাকা ঝুলিয়ে রাখছে। সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি...আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো....।
আচ্ছা এই পিচ্ছি মেয়েটি কী জানে ভাষা দিবস মানে কি? মনে খুঁতখুঁতানির আবির্ভাব হল।
আচ্ছা বাবু তুমি কী জানো ভাষা দিবস কবে? সে চোখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে করুণ গলায় বলল যেইদিন দুটো ফুল বেশী বিক্রি করতে পারি!!
writer: Aarohi Hasan
সম্ভবত দূর কোথাও থেকে এসেছে। সামনে গিয়ে দাঁড়ালাম। ব্যানার বিলবোর্ড ফেসবুক অনলাইনে নাহয় নানান ধরণের এড দেখে জানলাম আজ মহান একুশে ফেব্রুআরি অর্থাৎ ভাষা দিবস। রাস্তায় রাস্তায় মানুষ পতাকা হাতে নিয়ে হাঁটছে। গাড়ির গ্লাস তুলে রেখে পতাকা ঝুলিয়ে রাখছে। সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি...আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো....।
আচ্ছা এই পিচ্ছি মেয়েটি কী জানে ভাষা দিবস মানে কি? মনে খুঁতখুঁতানির আবির্ভাব হল।
আচ্ছা বাবু তুমি কী জানো ভাষা দিবস কবে? সে চোখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে করুণ গলায় বলল যেইদিন দুটো ফুল বেশী বিক্রি করতে পারি!!
writer: Aarohi Hasan