02-24-2017, 12:09 PM
• ধাঁধা :
১. ‘কাঁচাতে তুলতুল,
পাকাতে টক।
ল্যাংটা হয়ে বাজারে যায়,
জিভে আসে জল।’
২. ‘কাঁচা কালে কোন ফল
তরকারিতে খায়,
পাকলে সেই ফল
গড়াগড়ি যায়।’
৩. ‘কাঁসারির সারি ছেড়ে
পাঠার পা ছেড়ে,
লবঙ্গের বঙ্গ ছেড়ে
কিনে আনো তা।’
৪. ‘বলেন দেখি তো,
কোন খাওয়ায় পেট ভরে না।’
• উত্তর :
১. তেঁতুল
২. ডুমুর
৩. কাঁঠাল
৪. বাতাস
১. ‘কাঁচাতে তুলতুল,
পাকাতে টক।
ল্যাংটা হয়ে বাজারে যায়,
জিভে আসে জল।’
২. ‘কাঁচা কালে কোন ফল
তরকারিতে খায়,
পাকলে সেই ফল
গড়াগড়ি যায়।’
৩. ‘কাঁসারির সারি ছেড়ে
পাঠার পা ছেড়ে,
লবঙ্গের বঙ্গ ছেড়ে
কিনে আনো তা।’
৪. ‘বলেন দেখি তো,
কোন খাওয়ায় পেট ভরে না।’
• উত্তর :
১. তেঁতুল
২. ডুমুর
৩. কাঁঠাল
৪. বাতাস