02-24-2017, 12:11 PM
ধাঁধা :
১. ‘কার খাবার বিলাতে গিয়ে
প্রথম শেষ অন্ধ।
বিরাট ব্যাপার দেখ না গিয়ে
যন্ত্রপাতির গন্ধ।’
২. ‘কার পেটে দিয়ে কাঠি,
ঘুরালে যায় অর্গল আঁটি।’
৩. ‘কান মলে দিলেই
তবে চলে তার হাত,
পেট ভরা নাড়িভূড়ি
চলে দিনরাত।’
৪. ‘কালো তাই কালেস্বর,
মাথাশ্বর থেকে দুধ পড়ে।
যদি লইয়ে চাঁ করে,
দুধ পরে ঝাঁ করে।’
• উত্তর :
১. কারখানা
২. তালা
৩. ঘড়ি
৪. মেট
১. ‘কার খাবার বিলাতে গিয়ে
প্রথম শেষ অন্ধ।
বিরাট ব্যাপার দেখ না গিয়ে
যন্ত্রপাতির গন্ধ।’
২. ‘কার পেটে দিয়ে কাঠি,
ঘুরালে যায় অর্গল আঁটি।’
৩. ‘কান মলে দিলেই
তবে চলে তার হাত,
পেট ভরা নাড়িভূড়ি
চলে দিনরাত।’
৪. ‘কালো তাই কালেস্বর,
মাথাশ্বর থেকে দুধ পড়ে।
যদি লইয়ে চাঁ করে,
দুধ পরে ঝাঁ করে।’
• উত্তর :
১. কারখানা
২. তালা
৩. ঘড়ি
৪. মেট