02-24-2017, 12:12 PM
ধাঁধা :
১. ‘একটি বস্তুর চারটি রং,
সব মিলিয়ে একটা রং।’
২. ‘এমন একটা গাই আছে,
যা দেই তা-ই খায়।
মন চাইলে আমার
পানি দিলে মরে যায়।’
৩. ‘এক গাছে হয় তিন তরকারি,
আজব কথা বলিহারি।’
৪. ‘একটা ঘরের সাতটা বাড়ি,
না বলতে পারলে আড়ি।’
উত্তর :
১. পান-সুপারি-খয়ের-চুন
২. আগুন
৩. কলাগাছ
৪. চালতা
১. ‘একটি বস্তুর চারটি রং,
সব মিলিয়ে একটা রং।’
২. ‘এমন একটা গাই আছে,
যা দেই তা-ই খায়।
মন চাইলে আমার
পানি দিলে মরে যায়।’
৩. ‘এক গাছে হয় তিন তরকারি,
আজব কথা বলিহারি।’
৪. ‘একটা ঘরের সাতটা বাড়ি,
না বলতে পারলে আড়ি।’
উত্তর :
১. পান-সুপারি-খয়ের-চুন
২. আগুন
৩. কলাগাছ
৪. চালতা