02-26-2017, 03:37 PM
যে মেয়েটার সঙ্গে রাগ করে একরাত কথা বলি নাই এই জন্য ২৩২ টা কল আর ৫৭ টা ম্যাসেজ সেন্ড করে সেই মেয়েটা রাতের পর রাত আজ আমায় ভুলে থাকতে পারছে এটাই বাস্তবতা । . একটা ম্যাসেজের উত্তর দিতে দেরি হলে যে মেয়েটা রাগারাগি করে অবস্থা খারাপ করে ফেলত সেই মেয়ের ম্যাসেজ আজ ১বছর হল পাইনা এটাই বাস্তবতা । . এক বছর আগেও আমাদের মধ্যে দুরত্ব ছিল অনেক কিন্তু মনের দিক থেকে সেটা কয়েক হাত কিন্তু এখন আমি কোথায় আছি সেই কথা মেয়েটা মনে হয় একবারও ভাবে না । এটাই বাস্তবতা । . এক বছর আগেও মেয়েটা বলত তার নাকি ঘুম আসত না সে চলে যাওয়ার পর আজ সে শান্তিতে ঘুমায় কিন্তু আমার চোখে ঘুম নেই । এটাই বাস্তবতা । . এক বছর আগেও মেয়েটা পড়াশোনা বাদ দিয়ে আমার একটা কল কিংবা একটা ম্যাসেজের আশায় ফোন সামনে নিয়ে বসে থাকতো তাই আমি মাঝেমধ্যে ভয় দেখাতাম যে আর যোগাযোগ করব না মেয়েটা কেঁদে দিত ! কিন্তু আজ তাকে আর ভয় দেখাতে হয় না দিনের পর দিন যোগাযোগ না করেই আছে মেয়েটা আর কাঁদে না এটাই বাস্তবতা । . যে মেয়েটা আমায় পাওয়ার জন্য পিচ্চি মেয়ের মত হয়ে আমার সব কথা মানতে রাজি সেই মেয়েটাই আমায় ভুলার জন্য আমার কান্না ভেজা অনুরোধ অগাহ্য করে এটাই বাস্তবতা । সত্যিই বাস্তবতা এতো কঠিন যে বুকের মাঝে তিলে তিলে গড়া স্বপ্ন গুলো এক মিনিশেই ভেংগে চুরে চুরমার হয়ে যায়.