Forums.Likebd.Com

Full Version: প্রকৃতি মনোরম মায়ায় হারিয়ে যেতে গজনী অবকাশ কেন্দ্রের তুলনা হয় না। Globalbd.ML
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
প্রকৃতি মনোরম মায়ায় হারিয়ে যেতে গজনী অবকাশ কেন্দ্রের তুলনা হয় না। ঢাকা থেকে মাত্র ২২০ কিলোমিটার দূরে গজনী অবকাশ কেন্দ্র শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় অবস্থিত। ভারতের সীমানার জুড়ে অবস্থিত এ অবকাশ কেন্দ্রে আপনি পাবেন ছোট থেকে মাঝারি অনেক পাহাড়, সবুজ গাছপালা, ওয়াচ টাওয়ার আর পর্যটকদের জন্যে গুছানো পার্ক।
গজনী অবকাশ কেন্দ্রে যাওয়ার জন্য সড়ক পথে যাতায়াত খুব সহজ। গজনী অবকাশ পর্যন্ত রয়েছে সড়ক ও জনপথ বিভাগের মসৃণ পিচঢালা পথ। ঢাকার মহাখালী থেকে শেরপুর যাওয়ার সরাসরি বাস পাওয়া যায়। শেরপুর থেকে ঝিনাইগাতী লোকাল বাস, সিএনজি অথবা অটো রিক্সায় গজনী অবকাশ কেন্দ্রে যাওয়া যায়। আপনি চাইলে মহাখালী থেকে সরাসরি ঝিনাইগাতীর বাসে উঠতে পারেন যা আপনার ভ্রমণকে আরোও সহজ করবে।
নতুন এ বছরে, আপনার স্বপ্নের প্রতিটি ভ্রমণ হোক আরো বেশি আনন্দময়। আর, আপনার হাসিমুখের পথজুড়ে সবসময়ই আপনার পাশে আছে টেলিটক।

Globalbd.ML
এক বার ঘুরে আসুন,,,,