02-28-2017, 11:59 PM
LIkebd.com টিপস বিভাগে আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা আপনাদের নিত্যদিনের কাজে লাগে খুব। তারই ধারাবাহিকতায় আজ রইলো দৈনন্দিন জীবনের সাথে জড়িত একটি টিপস। পড়েই দেখুন, হয়তো ভীষণ কাজে লেগে যাবে আপনারও।
শখ করে নেইল পলিশ দিতে বসেছেন। হঠাৎ কৌটোটা উল্টে পুরো নেইল পলিশ ছড়াছড়ি হয়ে গেলো মেঝেতে। আপনি ভাবছেন শুকিয়ে গেলে তুলে ফেলবেন। কিন্তু তা করলে মেঝেতে রং বসে যায়। ভেজা নেইল পলিশ ওঠাতে গেলে আরও মাখামাখি হয়ে যায়, কী করবেন তাহলে? জেনে নিন মেঝেতে নেইল পলিশ পড়লে তা উঠিয়ে ফেলার সহজ একটি উপায়।
এর জন্য আপনার দরকার হবে বেশ কিছুটা চিনি। নেইল পলিশ মেঝেতে পড়ে গেলে দ্রুত বেশ কিছুটা চিনি ছড়িয়ে দিন এর ওপর। এরপর তা শুকাতে দিন। খুব সহজেই চিনিসহ মেঝে থেকে তুলে ফেলতে পারবেন ছড়িয়ে পড়া নেইল পলিশ।
শখ করে নেইল পলিশ দিতে বসেছেন। হঠাৎ কৌটোটা উল্টে পুরো নেইল পলিশ ছড়াছড়ি হয়ে গেলো মেঝেতে। আপনি ভাবছেন শুকিয়ে গেলে তুলে ফেলবেন। কিন্তু তা করলে মেঝেতে রং বসে যায়। ভেজা নেইল পলিশ ওঠাতে গেলে আরও মাখামাখি হয়ে যায়, কী করবেন তাহলে? জেনে নিন মেঝেতে নেইল পলিশ পড়লে তা উঠিয়ে ফেলার সহজ একটি উপায়।
এর জন্য আপনার দরকার হবে বেশ কিছুটা চিনি। নেইল পলিশ মেঝেতে পড়ে গেলে দ্রুত বেশ কিছুটা চিনি ছড়িয়ে দিন এর ওপর। এরপর তা শুকাতে দিন। খুব সহজেই চিনিসহ মেঝে থেকে তুলে ফেলতে পারবেন ছড়িয়ে পড়া নেইল পলিশ।