Forums.Likebd.Com

Full Version: যখন কোন মুসলিম নামধারী মেয়েকে বলতে শুনা যায় যে-
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
যখন কোন মুসলিম নামধারী মেয়েকে বলতে শুনা যায়
যে-
"আমার বয়ফ্রেন্ডটা খুব ধার্মিক। সে নিয়মিত নামাজ
পড়ে,
কুরআন পড়ে।
আই অ্যামরিয়েলি প্রাউড অব হিম!
" আবার যখন কোন মুসলিম নামধারী ছেলেকে বলতে
শুনা যায় যে-
"আমার গার্লফ্রেন্ডটা খুব ভালো, ইসলামিক
মাইন্ডেড! সে হিজাব পরে,
পর্দা পালন করে। সী ইজ রেয়েলি নাইস ওয়ান!"
---- তখন বলতে ইচ্ছে করে আচ্ছা, যে ছেলের/মেয়ের
একটা গার্লফ্রেন্ড/
বয়ফ্রেন্ড
নামক হারাম রিলেশনশীপ থাকে। সে আবার কি করে
ধার্মিক/
ইসলামিক মাইন্ডেড হয়?! যে ছেলে নিয়মিত নামাজ
পড়ে , কুরআন পড়ে তার তো
গার্লফ্রেন্ড থাকার কথা নয় , তেমনি ভাবে একটা
হিজাব পরিহিতা
পর্দাশীল মেয়ের তো বয়ফ্রেন্ড থাকার কথা নয়!
অনেককেই বলতে শুনি –শরীরের পোশাকটা জরুরি নয়।
মনের পর্দাই বড় পর্দা!
যদি মনের পর্দাই আসল পর্দা হতো, তাহলে আল্লাহ
তা’আলা কখনোই পর্দার
বিধান দিতেন না। বিষ্ময়ে হতবাক হই! নিজেদের
সুবিধার্থে এরা কিভাবে
ইসলামকে নিজের মত করে বানিয়ে নিচ্ছে!! ইসলাম
তো মামার বাড়ীর আবদার নয়
যে, যার যেভাবে ইচ্ছা কাটছাট করে পালন করবেন!
মনে রাখবেন. ,
ইসলাম আল্লাহ প্রদত্ত একমাত্র জীবন বিধান।
এটাকে নিজের মত ব্যাখ্যা কিংবা কাটছাট করে
পালন করে
নিজেকে ইসলামপন্থী দাবি করার অধিকার আমাদের
কারো নেই।
আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইসলাম বোঝার ও পালন
করার
তৌফিক দান করুন।
___________আমীন।