Forums.Likebd.Com

Full Version: জানেন কি? ২০১৬ সালে কোন ১০ টি দেশ সবচেয়ে ‘দানশীল’ ছিলো!
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
আপনি জানেন কি? ২০১৬ সালে কোন ১০ টি দেশ দানে সেরা হয়েছে! শেষ কবে সেবার জন্য দান করেছেন? যদি আপনি মিয়ানমার, ইন্দোনেশিয়া বা অস্ট্রেলিয়ার হয়ে থাকেন, তবে অবশ্যই অতি সম্প্রতি করেছেন৷ গ্যালাপের নতুন গবেষণা জানাচ্ছে বিশ্বের ১০টি দানশীল দেশের কথা৷



মিয়ানমার

গ্যালাপের জরিপে বলা হয়েছে, সেপ্টেম্বরে মিয়ানমারের ৯১ ভাগ মানুষ দাতব্য সংস্থায় দান করেছেন৷ সেখানকার বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে দান করার রীতি প্রচলিত আছে৷ তাঁরা বিশ্বাস করেন, দান করলে পরলোকে মানুষ শান্তি পায়৷



ইন্দোনেশিয়া

দ্বিতীয় অবস্থানে আছে ইন্দোনেশিয়া৷ সে দেশের শতকরা ৭৫ ভাগ মানুষ গত একমাসে দাতব্য সংস্থায় দান করেছে৷ সেখানকার মানুষ নিয়মিত দান করে থাকে৷



অস্ট্রেলিয়া

গত এক মাসের জরিপে দেখা গেছে অস্ট্রেলিয়ার শতকরা ৭৩ ভাগ মানুষ বিভিন্ন দাতব্য খাতে দান করে৷



মাল্টা

মাল্টার শতকরা ৭৩ ভাগ মানুষ বিভিন্ন খাতে দান করে৷



নিউজিল্যান্ড

গত এক মাসে দান করেছে নিউজিল্যান্ডের শতকরা ৭১ ভাগ মানুষ৷



আইসল্যান্ড

আইসল্যান্ডের শতকরা মোট ৭০ ভাগ মানুষ এক মাসে দান করেছে৷



নরওয়ে

নিশীথ সূর্যের দেশে এই সংখ্যাটা শতকরা ৬৭ ভাগ৷



যুক্তরাজ্য

যুক্তরাজ্য এক্ষেত্রে একটু পিছিয়ে৷ সেখানে এক মাসে শতকরা ৬৯ ভাগ মানুষ দান করে থাকেন৷



আয়াল্যান্ড

দেশটির ৬৬ ভাগ মানুষ এক মাসে বিভিন্ন খাতে দান করেন৷



নেদারল্যান্ডস

নেদারল্যান্ডসের শতকরা ৬৬ ভাগ মানুষ এক মাসে বিভিন্ন দাতব্য সংস্থাকে দান করেন৷



-ডিডাব্লিউ