03-12-2017, 04:01 PM
প্রশ্ন : আমি ঢাকায় একটি এফএম রেডিওতে মানবসম্পদ বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে চাকরি করি। এফএম রেডিও একটি বিনোদন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। উল্লেখ্য, এই রেডিওতে দিনে ২৪ ঘণ্টার মধ্যে কমবেশি প্রায় ১০ ঘণ্টা গান বা সংগীত বাজানো হয়, ছয় ঘণ্টা বিজ্ঞাপন প্রচার করা হয়, দুই ঘণ্টা সংবাদ প্রচার করা হয়, ছয় ঘণ্টা অনুষ্ঠানের অন্যান্য কন্টেন্ট, রেডিও জকিদের কথা প্রচার হয়। রেডিও জকিদের অনেক কথাই শরিয়ত পরিপন্থী। আমার প্রশ্ন হচ্ছে, এফএম রেডিও চাকরি থেকে উপার্জিত এই অর্থ কি হালাল হবে বা বলা যায় আমার এই উপার্জন কি হালাল?
উত্তর : আপনি প্রশাসনিক কাজ করছেন। সেই হিসেবে আপনার কাজের দ্বারা যদি কোনো অশ্লীলতা প্রকাশ না পায়, আপনি যদি হিজাব মেনে চলতে পারেন, আল্লাহর শরিয়তের কোনো বিধান যদি লঙ্ঘিত না হয়, তাহলে আপনি ইনশাআল্লাহ সেখানে কাজ করতে পারবেন, সেখান থেকে আপনার উপার্জিত অর্থ হালাল হবে।
উত্তর : আপনি প্রশাসনিক কাজ করছেন। সেই হিসেবে আপনার কাজের দ্বারা যদি কোনো অশ্লীলতা প্রকাশ না পায়, আপনি যদি হিজাব মেনে চলতে পারেন, আল্লাহর শরিয়তের কোনো বিধান যদি লঙ্ঘিত না হয়, তাহলে আপনি ইনশাআল্লাহ সেখানে কাজ করতে পারবেন, সেখান থেকে আপনার উপার্জিত অর্থ হালাল হবে।