Forums.Likebd.Com

Full Version: কোনো ব্যক্তি নানার বাড়ি জন্মগ্রহণ করলে তার আসল বাড়ি কোনটি ধরা হবে?
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
প্রশ্ন : কোনো ব্যক্তি নানার বাড়ি জন্মগ্রহণ করল, কিন্তু থাকে বাবার বাড়ি, এখন তার ওতনে আসলি বা আসল বাড়ি কোনটি ধরা হবে, নানার বাড়ি, না বাবার বাড়ি?



উত্তর : কোনো বাড়িতে জন্মগ্রহণ করলেই সেটি তার আসল বাড়ি হিসেবে ধরা হবে না। বরং কোনো বাড়িতে স্থায়ীভাবে বসবাস করলেই তা আসল বাড়ি হিসেবে বিবেচিত হয়। সেখানে স্বাভাবিক নিয়মেই নামাজ আদায় করতে হয়।



এ জন্য নানার বাড়িতে জন্মগ্রহণের কারণে তা নিজ বাড়ি থেকে আটচল্লিশ মাইল দূরের হলে ১৫ দিনের কমের জন্য গেলে সেখানেও মুসাফিরের নামাজ আদায় করতে হবে।



[বাদাইয়ুস্সানায়ে, খণ্ড : ১, পৃষ্ঠা : ২৮০; তাতার খানিয়া, খণ্ড : ২, পৃষ্ঠা : ৫১৫]



তথ্যসূত্রঃ দৈনিক যুগান্তর