Forums.Likebd.Com

Full Version: ঢাকার শহরে আপনার স্মার্টফোন দিয়ে খুঁজে নিন, আপনার কাছের টয়লেট সফটওয়্যারের মাধ্যমে। যা
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
আজকে একটি অন্যরকম অ্যাপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যা একটি তথ্যবিষয়ক অ্যাপ, তাও আবার টয়লেট নিয়ে। প্রতিদিন একজন মানুষের কতরকমের কাজ থাকতে পারে। ঐ কাজের খাতিরে বাহিরে বের হতে হয়। তখন যদি টয়লেটে চাপ দেয়। পড়তে হয় বিপাকে। চাপ নরমাল হলে ভালো কথা, পরে সারা যায়। কিন্তু যদি মারাত্মকভাবে চাপ হয়। তখনতো টয়লেট খোঁজা ছাড়া আর কোনো গতি নেই। তো এই খোঁজাটাকে সহজ করার জন্য আমার আজকের এই পোস্ট।
.
অ্যাপটির তথ্য :
অ্যাপটি দ্বারা ঢাকার শহরে যে কেউ আসেপাশের পাবলিক টয়লেট খুঁজে নিতে পারবেন। সাথে জানতে পারবেন পরিচ্ছনতা অবস্থা, নারী উপযোগী কি না, কয়টি রুম আছে, লাগেজ রাখার ব্যবস্থা আছে কি না, খাবার পানি ব্যবস্থা, ব্যবহারের চার্জসহ (টাকা) প্রতিটি টয়লেটের প্রায় ১৯টি তথ্য।
.
প্রসঙ্গত, ঢাকা শহরে শপিং মল, হাসপাতাল, রেল স্টেশন এবং মসজিদ, মন্দির মিলিয়ে পাবলিক টয়লেট আছে প্রায় দুই হাজার। প্রায় এইগুলোর সবগুলোর তথ্য দেওয়া আছে অ্যাপটিতে। অ্যাপটির ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া হলো।
.
অ্যাপটির ডাউনলোড লিঙ্ক - https://play.google.com/store/apps/detai...eurlab.app
.
বিঃ দ্রঃ জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট আওয়ার্ড (ডব্লিউএসএ) পুরস্কার পেয়েছে বাংলাদেশি এই মোবাইল ফোন সফটওয়্যার ‘পাবলিক টয়লেট অ্যাপলিকেশন’।
.
তথ্যসূত্র লিঙ্ক - http://banglarapps.ml/dhaka-public-toilet-apps