Forums.Likebd.Com

Full Version: ২০১৭-১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে এসএমএস ও অনলাইনে ভর্তির আবেদন পদ্ধতি
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
২০১৭ সালে গণপ্রজাতন্ত্রী

বাংলাদেশ সরকারের শিক্ষা

মন্ত্রনালয়

ও শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত

কলেজ/সমমান প্রতিষ্ঠান

সমূহে একাদশ শ্রেণী বা

এইচএসসিতে এসএমএস ও অনলাইনে

ভর্তির আবেদন প্রক্রিয়া ৯ মে ২০১৭

থেকে শুরু হয়ে ৩১ মে

পর্যন্ত চলবে। আবেদন প্রক্রিয়া

শেষে একাদশ শ্রেণিতে

ভর্তির জন্য নির্বাচিতদের

তালিকা বা ফলাফল প্রকাশ হবে ৫

জুন।

.

বিগত কয়েক বছরের মতো এবারও

এসএসসির ফলের ভিত্তিতে

কলেজে ভর্তি করা হবে। গতবারের

মত এবারো মোবাইলে

এসএমএস এর পাশাপাশি অনলাইনেও

অাবেদন করা যাবে তবে এবার

১০টি কলেজে শিক্ষার্থীরা

আবেদন করতে পারবেন, প্রার্থীর

একইসঙ্গে ১০টি কলেজের মেধাক্রম

প্রকাশ করা হবে।

.

→২০১৭ সালে একাদশ শ্রেণীতে

ভর্তি আবেদনের নিয়ম:

SMS এর মাধ্যমে আবেদন শুধুমাত্র

টেলিটক প্রি-পেইড

সংযোগ থেকে করা যাবে।

আবেদনের জন্য মোবাইল এর

মেসেজ অপশনে গিয়ে এভাবে

টাইপ করতে হবে-

.

→CAD ভর্তিচ্ছু কলেজ/

মাদরাসার EIIN ভর্তিচ্ছু

গ্রুপের নামের প্রথম দুই অক্ষর

এসএসসি/সমমান পরীক্ষা

পাসের বোর্ডের নামের প্রথম তিন

অক্ষর এসএসসি/

সমমান পরীক্ষা পাসের রোল নম্বর

এসএসসি/সমমান

পরীক্ষা পাসের সন ভর্তিচ্ছু

শিফটের নাম

ভার্সন কোটার নাম

এরপর মেসেজটি Send করতে হবে

16222 নাম্বারে ।

.

উদাহরণ: CAD 696954 SC DHA 123456

2017 D B FQ

→এখানে 696954-ভর্তিচ্ছু কলেজ/

সমমান প্রতিষ্ঠানের EIIN

→SC-ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই

অক্ষর (Science= SC)

→DHA-এসএসসি/সমমান পরীক্ষা

পাসের বোর্ডের নামের

প্রথম তিন অক্ষর

→123456-আবেদনকারীর এসএসসি/

সমমান পরীক্ষা পাসের

রোল নম্বর

→2017-এসএসসি/সমমান পরীক্ষা

পাসের সন

→D- শিফটের নামের প্রথম অক্ষর

→B-ভার্সন এর প্রথম অক্ষর

→FQ- মুক্তিযোদ্ধা কোটা)।