05-12-2017, 12:23 AM
ভারতের সিনেমা অভিনেতাদের আয় নিয়ে বিতক বেশ পুরানো। এমনকি তাদের কারো কারো সাথে মাফিয়া সংশ্লিষ্টতারও অভিযোগ আছে। কিন্তু এরপরও বলিউডের অভিনেতাদের আয় যে কোনো ভারতীয় ধনীর চেয়ে কম নয়।
অক্ষয় কুমারকে ছাপিয়ে বলিউডে এ বছর সবচেয়ে বেশি রোজগার সালমান খানের। পারিশ্রমিকের নিরিখে এক নম্বরেই সল্লু। দু’য়ে নেমে গিয়েছেন অক্ষয়। চলতি আর্থিক বছরে বলিউডে এখনও সর্বাধিক অগ্রিম আয়কর দিয়েছেন সালমান খান।
ভারতের আয়কর দপ্তরের বরাত দিয়ে গনমাধ্যমের খবর, অগ্রিম করদাতাদের তালিকায় দেখা গিয়েছে, সালমানকে।
অগ্রিম কর দিয়েছেন ২০ কোটি টাকা। গতবার সবচেয়ে বেশি অগ্রিম কর দিয়েছিলেন অক্ষয়। অর্থের পরিমাণটা ছিল ১৬ কোটি টাকা।
সালমান, অক্ষয়ের পরেই বলিউডের সর্বোচ্চ আয়কর দাতাদের মধ্যে রয়েছেন রণবীর কাপুর (১৫ কোটি), শাহরুখ খান (১৪ কোটি) ও অমিতাভ বচ্চন (৮.৭৫কোটি)।
আয়কর দপ্তরের এই তথ্য ৩১ ডিসেম্বরে শেষ হওয়া তৃতীয় ত্রৈমাসিক পর্যন্ত। এখনও চতুর্থ ও শেষ ত্রৈমাসিক (জানুয়ারি-মার্চ) বাকি রয়েছে। তারপরই গোটা আর্থিক বছরের সর্বোচ্চ করদাতা বলিউড তারকার নাম জানানো হবে।
অক্ষয় কুমারকে ছাপিয়ে বলিউডে এ বছর সবচেয়ে বেশি রোজগার সালমান খানের। পারিশ্রমিকের নিরিখে এক নম্বরেই সল্লু। দু’য়ে নেমে গিয়েছেন অক্ষয়। চলতি আর্থিক বছরে বলিউডে এখনও সর্বাধিক অগ্রিম আয়কর দিয়েছেন সালমান খান।
ভারতের আয়কর দপ্তরের বরাত দিয়ে গনমাধ্যমের খবর, অগ্রিম করদাতাদের তালিকায় দেখা গিয়েছে, সালমানকে।
অগ্রিম কর দিয়েছেন ২০ কোটি টাকা। গতবার সবচেয়ে বেশি অগ্রিম কর দিয়েছিলেন অক্ষয়। অর্থের পরিমাণটা ছিল ১৬ কোটি টাকা।
সালমান, অক্ষয়ের পরেই বলিউডের সর্বোচ্চ আয়কর দাতাদের মধ্যে রয়েছেন রণবীর কাপুর (১৫ কোটি), শাহরুখ খান (১৪ কোটি) ও অমিতাভ বচ্চন (৮.৭৫কোটি)।
আয়কর দপ্তরের এই তথ্য ৩১ ডিসেম্বরে শেষ হওয়া তৃতীয় ত্রৈমাসিক পর্যন্ত। এখনও চতুর্থ ও শেষ ত্রৈমাসিক (জানুয়ারি-মার্চ) বাকি রয়েছে। তারপরই গোটা আর্থিক বছরের সর্বোচ্চ করদাতা বলিউড তারকার নাম জানানো হবে।