Forums.Likebd.Com

Full Version: স্মার্টফোনে দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখবেন যেভাবে
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
সময়টা স্মার্টফোনের দখলে। ফোন এখন নানা কাজে ব্যবহৃত হচ্ছে। কখনো কথা বলা। কখনো বা ইন্টারনেট ব্যবহার। এছাড়াও এখন ফোন দিয়ে ছবিও তোলা হয়। এসব কারণে ফোনের চার্জ বেশিক্ষণ থাকে না।
তবে কয়েকটি সাধারণ কৌশলেই স্মার্টফোনের ব্যাটারির চার্জ অনেক ক্ষণ ধরে রাখা যায়। জেনে নিন সেই উপায়গুলো:
নতুন মোবাইল কিনে প্রথমেই কমপক্ষে আট থেকে দশ ঘণ্টা চার্জ দিন। এবং অবশ্যই মোবাইল বন্ধ করে।
খুব বেশি প্রয়োজন না হলে মোবাইল ভাইব্রেশন মোডে রাখবেন না। মোবাইল ভাইব্রেশন মোডে রাখার কারণে দ্রুত চার্জ ফুরিয়ে যায়।
আপনার অ্যানড্রয়েড সেটে কখনও দীর্ঘ সময় ধরে গেমস খেলবেন না। এতে ব্যাটারিতে অনেক চাপ পড়ে আরও দ্রুত চার্জ শেষ হয়ে যায়।
অপ্রয়োজনীয় অ্যাপসগুলো বন্ধ করে দিন। এর জন্য কিছু টাস্ক কিলার অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন।
ব্যাটারির দিকে সব সময় খেয়াল রাখুন। দেখুন কোন অ্যাপ বেশি ব্যাটারি টানছে।
ব্লুটুথ, ওয়াইফাই, হটস্পট, টেথারিং, ডেটা কানেকশন প্রয়োজন না পড়লে বন্ধ করে রাখাই ভাল।
ফোনের ডিসপ্লে ব্রাইটনেস যতটা সম্ভব কমিয়ে রাখুন। ডিসপ্লে টাইম আউট যথা সম্ভব কম রাখুন।
ফোনের জিপিএস বন্ধ রাখুন।
কয়েকটি অ্যাপ্লিকেশন রয়েছে, যেগুলো ব্যাটারির চার্জ দীর্ঘক্ষণ ধরে রাখতে সাহায্য করে। সেই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারেন।
ব্যাটারির চার্জ পুরোপুরি শেষ হয়ে গেলে, তবেই চার্জ দিন। ফুলচার্জ হওয়ার পর চার্জার ডিসকানেক্ট করুন। সব সময় আসল চার্জার ব্যবহার করুন।