05-28-2017, 08:42 PM
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম ওয়ার্ডপ্রেস টিপস অ্যান্ড ট্রিক বিষয়ক টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা শিখব কিভাবে ওয়ার্ডপ্রেসের এডমিন বারের ডিফল্ট Howdy কে স্বাগতম দ্বারা পরিবর্তন করা যায় তার নিয়ম।
তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব।
কঠিন মনে হলেও কাজটি কিন্তু অনেক সহজ, এখন আপনার ওয়ার্ডপ্রেস সাইটে যেই থিমটি ব্যাবহার করছেন তার Functions.Php তে গিয়ে সবার নিচে কোডটুকু পেস্ট করুন।
Code:
<br /> add_action(‘admin_bar_menu’, ‘wp_admin_bar_my_custom_account_menu’, 11);</p> <p>function wp_admin_bar_my_custom_account_menu($wp_admin_bar) {<br /> $user_id = get_current_user_id();<br /> $current_user = wp_get_current_user();<br /> $profile_url = get_edit_profile_url($user_id);</p> <p>if (0 != $user_id) {<br /> /* Add the “My Account” menu */<br /> $avatar = get_avatar($user_id, 28);<br /> $howdy = sprintf(__(‘স্বাগতম, %1$s’), $current_user – > display_name);<br /> $class = empty($avatar) ? ” : ‘with-avatar’;</p> <p>$wp_admin_bar – > add_menu(array(<br /> ‘id’ = > ‘my-account’,<br /> ‘parent’ = > ‘top-secondary’,<br /> ‘title’ = > $howdy.$avatar,<br /> ‘href’ = > $profile_url,<br /> ‘meta’ = > array(<br /> ‘class’ = > $class,<br /> ),<br /> ));</p> <p>}<br /> }<br />
ট্রিকবিডির মত সেম টু সেম WordPress সাইট খুব কম টাকায় বানাতে যোগাযোগ করুন 01795794597 নাম্বারে।