06-15-2017, 01:52 PM
সাদিয়া জাহান প্রভা। বয়স ১৮। বাবা-মায়ের একমাত্র
সন্তান তিনি। ভাইবোন না থাকায় বাসায় একাই থাকতে হয়
তাকে।
তার বাবা চৌধুরী গ্রুপের মালিক এবং মা বিখ্যাত
পরিবেশবিদ। কাজের ব্যস্ততায় মাসের প্রায় দিনই
দেশের বাইরে থাকতে হয় তাদের। প্রভার
একমাত্র সঙ্গী তার গভর্নেস মনিরা। বিশাল বাড়িতে
নিজের মত করে সময় কাটায় প্রভা।
তবে প্রভা এক মারাত্মক রোগে আক্রান্ত। খুব
বেশি চিন্তা করলেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
প্রভার স্বপ্নের রাজকুমার অভিনেতা সজল। তবে
সজলকেও কাছে না পেয়ে ভেঙে পড়েন
প্রভা।
বাস্তবে নয়, উপরের গল্পটি একটি নাটকের। ঈদ
উপলক্ষে নির্মিত এই বিশেষ নাটকের নাম ‘একটি
রাত’। এতে প্রভাকে দেখা যাবে পিউ চরিত্রে এবং
সজল হাজির হবেন আবীর চরিত্রে। রাকেশ বসুর
চিত্রনাট্য ও পরিচালনায় এতে আরো অভিনয়
করেছেন রিমু রোজা, সানজিদা মিলা, শেখ আখতার
হোসেন, অরূপ এবং শিশুশিল্পী শর্মী। ঈদের
দিন বেলা ১১টায় একুশে টেলিভিশনে প্রচারিত
হবে নাটকটি।
সন্তান তিনি। ভাইবোন না থাকায় বাসায় একাই থাকতে হয়
তাকে।
তার বাবা চৌধুরী গ্রুপের মালিক এবং মা বিখ্যাত
পরিবেশবিদ। কাজের ব্যস্ততায় মাসের প্রায় দিনই
দেশের বাইরে থাকতে হয় তাদের। প্রভার
একমাত্র সঙ্গী তার গভর্নেস মনিরা। বিশাল বাড়িতে
নিজের মত করে সময় কাটায় প্রভা।
তবে প্রভা এক মারাত্মক রোগে আক্রান্ত। খুব
বেশি চিন্তা করলেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
প্রভার স্বপ্নের রাজকুমার অভিনেতা সজল। তবে
সজলকেও কাছে না পেয়ে ভেঙে পড়েন
প্রভা।
বাস্তবে নয়, উপরের গল্পটি একটি নাটকের। ঈদ
উপলক্ষে নির্মিত এই বিশেষ নাটকের নাম ‘একটি
রাত’। এতে প্রভাকে দেখা যাবে পিউ চরিত্রে এবং
সজল হাজির হবেন আবীর চরিত্রে। রাকেশ বসুর
চিত্রনাট্য ও পরিচালনায় এতে আরো অভিনয়
করেছেন রিমু রোজা, সানজিদা মিলা, শেখ আখতার
হোসেন, অরূপ এবং শিশুশিল্পী শর্মী। ঈদের
দিন বেলা ১১টায় একুশে টেলিভিশনে প্রচারিত
হবে নাটকটি।