06-15-2017, 01:59 PM
দেশীয় টেলিভিশনের আলোচিত
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা স্কুল জীবনেই
বিয়ের পিঁড়িতে বসেন। তবে তার সে বিয়ে
টিকেনি। কলেজ শেষ করে বাবা-মার অবহেলা
আর স্বামীর দেয়া ডিভোর্স লেটার হাতে
নিয়ে ঢাকায় আসেন তিনি। শুরু হয় তার সংগ্রামী
জীবনযাত্রা। তবে বাস্তবে নয়, ‘সিনেমাওয়ালা’
শিরোনামের একটি নাটকে এমনই চরিত্রে পর্দায়
হাজির হবেন এই অভিনেত্রী।
নাটকে প্রভার চরিত্রের নাম হেনা। পড়াশোনার
পাশাপাশি সে টিউশনি করে নিজের থাকা-খাওয়ার খরচ
জোগায়। একদিন পত্রিকার একটা সুন্দরী
প্রতিযোগিতার বিজ্ঞাপন দেখে এসএমএস করেন
সেখানে। তারপর ঝড়-ঝাপটা গেলেও আর
পেছনে তাকাতে হয়নি তাকে। মাস ছয়েক পর
সেই সুন্দরী প্রতিযোগিতার সেরা সুন্দরী
হয়ে যান হেনা।
এরপর নাটক, বিজ্ঞাপন এবং ধীরে ধীরে
চলচ্চিত্রে অভিনয় করে বছর পাঁচেকের
মধ্যেই গ্ল্যামার ওয়ার্ল্ডের আলোচিত নায়িকা
হয়ে ওঠেন হেনা। নাম বদলে রাখেন হীরা।
এখন সেই হীরাই গ্ল্যামার জগতের আইকন।
সে তার পেছনের ফেলে আসা জীবনের
অনিশ্চয়তা, কষ্ট, দুঃখ সব ভুলে যান চলমান লাইট-
ক্যামেরা-অ্যাকশনের ঝলকে। অন্যদিকে হীরার
বাবা-মা, পরিচিত বন্ধু, কাছের-দূরের আত্মীয়-
স্বজন, এমনকি তালাক দেওয়া স্বামীও এখন হীরার
ঝলমলে জীবনে ফিরে আসতে চান, তার পাশে
থাকতে চান! অথচ হীরা এখন ভালবাসেন তার
গাড়ীর ড্রাইভার কুদ্দুসকে!
সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় এতে প্রভা
ছাড়া বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন
শ্যামল মওলা, আজাদ আবুল কালাম, শাহেদ শরীফ
খান, ফারহানা মিলি, সুষমা সরকার, মৌসুমী হামিদ, তানজিকা
আমিন, শাহেদ আলী, আরফান আহমেদ, পুনম
হাসান জুঁই, সোনিয়া হোসেন, মীম, শাহানা সুমী,
সুমন আনোয়ার, আমানুল হক হেলাল প্রমূখ।
উল্লেখ্য, আগামী সোমবার (১৮ জুলাই)
থেকে এনটিভিতে দেখা যাবে নাটকটি। প্রতি
সপ্তাহের সোমবার ও মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে
প্রচার হবে এটি।
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা স্কুল জীবনেই
বিয়ের পিঁড়িতে বসেন। তবে তার সে বিয়ে
টিকেনি। কলেজ শেষ করে বাবা-মার অবহেলা
আর স্বামীর দেয়া ডিভোর্স লেটার হাতে
নিয়ে ঢাকায় আসেন তিনি। শুরু হয় তার সংগ্রামী
জীবনযাত্রা। তবে বাস্তবে নয়, ‘সিনেমাওয়ালা’
শিরোনামের একটি নাটকে এমনই চরিত্রে পর্দায়
হাজির হবেন এই অভিনেত্রী।
নাটকে প্রভার চরিত্রের নাম হেনা। পড়াশোনার
পাশাপাশি সে টিউশনি করে নিজের থাকা-খাওয়ার খরচ
জোগায়। একদিন পত্রিকার একটা সুন্দরী
প্রতিযোগিতার বিজ্ঞাপন দেখে এসএমএস করেন
সেখানে। তারপর ঝড়-ঝাপটা গেলেও আর
পেছনে তাকাতে হয়নি তাকে। মাস ছয়েক পর
সেই সুন্দরী প্রতিযোগিতার সেরা সুন্দরী
হয়ে যান হেনা।
এরপর নাটক, বিজ্ঞাপন এবং ধীরে ধীরে
চলচ্চিত্রে অভিনয় করে বছর পাঁচেকের
মধ্যেই গ্ল্যামার ওয়ার্ল্ডের আলোচিত নায়িকা
হয়ে ওঠেন হেনা। নাম বদলে রাখেন হীরা।
এখন সেই হীরাই গ্ল্যামার জগতের আইকন।
সে তার পেছনের ফেলে আসা জীবনের
অনিশ্চয়তা, কষ্ট, দুঃখ সব ভুলে যান চলমান লাইট-
ক্যামেরা-অ্যাকশনের ঝলকে। অন্যদিকে হীরার
বাবা-মা, পরিচিত বন্ধু, কাছের-দূরের আত্মীয়-
স্বজন, এমনকি তালাক দেওয়া স্বামীও এখন হীরার
ঝলমলে জীবনে ফিরে আসতে চান, তার পাশে
থাকতে চান! অথচ হীরা এখন ভালবাসেন তার
গাড়ীর ড্রাইভার কুদ্দুসকে!
সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় এতে প্রভা
ছাড়া বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন
শ্যামল মওলা, আজাদ আবুল কালাম, শাহেদ শরীফ
খান, ফারহানা মিলি, সুষমা সরকার, মৌসুমী হামিদ, তানজিকা
আমিন, শাহেদ আলী, আরফান আহমেদ, পুনম
হাসান জুঁই, সোনিয়া হোসেন, মীম, শাহানা সুমী,
সুমন আনোয়ার, আমানুল হক হেলাল প্রমূখ।
উল্লেখ্য, আগামী সোমবার (১৮ জুলাই)
থেকে এনটিভিতে দেখা যাবে নাটকটি। প্রতি
সপ্তাহের সোমবার ও মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে
প্রচার হবে এটি।