Forums.Likebd.Com

Full Version: Create a url shortener site using Php
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
আসসালামু আলাইকুম আমি facebook.com/bdyousufctg আমি প্রযুক্তি কে ভালোবাসি তাই আসক্তি টাউ অনেক বেশি।

আমি আপনাদের শেখাবো কিভাবে নিজের একটি লিনক শর্ট করার সাইট বানাতে হয়।

আমরা যে স্ক্রিপ্টের সাহায্যে এটা করবো সেটা হলো “Yourls”।
যা যা প্রয়োজন
১. Php সমৃদ্ধ সার্ভার

২. MySQL ডেটাবেস সুবিধা

৩. একটি ডোমেইন বা সাব-ডোমেইন

৪. Yourls স্ক্রিপ্ট ( ডাউনলোড করুন)
ইনস্টলেশন
১. প্রথমেই আপনার হোস্টিং প্যানেলে যেয়ে স্ক্রিপ্টটির জন্য একটি ডেটাবেস তৈরী করুন।

২. এবার ডাউনলোড করা Yourls স্ক্রিপ্টের zip ফাইলটি extract করুন।

৩. এবার extract কৃত ফোল্ডারের admin ফোল্ডারে যান ও config-sample.php ফাইলটি Notepad এ ওপেন করুন।

৪. এখানে অনেকগুলো কোড দেখতে পাবেন।

এগুলোর ভ্যালু আপনার সার্ভারের মান দিয়ে রিপ্লেস করুন।
কি কি রিপ্লেস করতে হবে তার একটি তালিকা

দেয়া হল
Values এখানে লিখতে হবে

*dbuser আপনার database user name…

*dbpassword আপনার database user password…

*yourls আপনার database name…

*localhost আপনার database Host Name…

*http://site.com আপনার wesites address…

*username আপনার Admin username…

*username2 আপনার Admin2 username…

*password আপনার Admin password…

*password2 আপনার Admin2 password…
এগুলো পাল্টাতেই হবে, তাছাড়া আরো কিছু পাল্টাতে পারেন।

৫. এবার ফাইলটি সেভ করুন ও ফাইলটি config.php তে রিনেম করুন ।

৬. এবার extract কৃত ফোল্ডারে আসুন ও sample-public-front-page.php.txt কে index.php তে রিনেম করুন । এটি আপনার হোমপেজ হবে তাই চাইলে এখানে কিছু পরিবর্তন

করতে পারেন যেমন Website Title, Head, ইত্যাদি।

৭. এবার এই ফোল্ডারের কমপোনেন্টগুলো নিয়ে একটি zip ফাইল বানান। অর্থাৎ এটি extract করলেই যাতে admin ফোল্ডার , index.php ফাইল সহ অন্যান্য ফাইল-ফোল্ডার গুলো দেখা যায়।

৮. এবার এই নতুন zip ফাইলটি আপনার হোস্টিংয়ে আপলোড ও extract করুন।

এবার ওয়েব ব্রাউজারে সাইটটি ভিজিট করুন।

সব ঠিক থাকলে এখানে আপনার ইউআরএল শর্টেনার সার্ভিসটি দেখতে পাবেন। তা না হলে প্রতিটি স্টেপ আবার চেক করুন। নিরাপত্তার জন্য install.php ফাইলটি মুছে দিতে পারেন।
বাহ ! সুন্দর জিনিষ। ট্রাই করে দেখব। শেয়ার করার জন্য ধন্যবাদ Smile
সাব এডিটর pest control services