Forums.Likebd.Com

Full Version: কম্পিউটারে ফেইসবুক নোটিফিকেশনের শব্দ বন্ধ করতে চাইলে
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
অফিসে কিংবা বাসায় কাজের মাঝে
বেশিরভাগেরই ফেইসবুক চালু থাকে। এ সময় কেউ
কোনো ম্যাসেজ দিলে বা ট্যাগ করলে
নোটিফিকেশনের শব্দ পাওয়া যায়। কাজের মাঝে
এটি মাঝে মধ্যেই বিরক্তি তৈরি করে। অনেকে
নোটিফিকেশনের শব্দ পছন্দ করেন না। তবে এটি
বন্ধের উপায় অনেকের জানা নেই।
তাদের জন্য ফেইসবুক নোটিফিকেশনের শব্দ বন্ধের
সুবিধাও রেখেছে। যেভাবে এটি করতে হবে তা এ
টিউটোরিয়ালে তুলে ধরা হলো।
ফেইসবুকে লগইন করার পর সেটিংস যেতে হবে।
তারপর সেটিংসের বাম দিক হতে ‘notifications’
অপশনে ক্লিক করতে হবে।
এরপর নতুন একটি পেইজ চালু হবে। সেখানে ‘sounds’
নামে একটি অপশন দেখা যাবে।
সেখান থেকে ‘Play a sound when each new notification
is received’ অপশনটি ডান পাশ থেকে অফ করে দিতে
হবে। তাহলে নোটিফিকেশনের সময় কোন সাউন্ড
হবে না।
একই সঙ্গে আপনি চাইলে ম্যাসেজের শব্দও বন্ধ করে
রাখতে পারবেন। এ জন্য ‘Play a sound when a message
is received’ অপশনটিতে গিয়ে ডান থেকে অফ
অপশনটি চালু করে দিতে হবে।
তাহলে কাজের সময় বা ঘুমের মধ্যে ফেইসবুকের
নোটিফিকেশন বিরক্ত করবে না আপনাকে।