Forums.Likebd.Com

Full Version: কোন দেশে কত ধনকুবেরের বাস?
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
ধনকুবেরদের খবরে সাবেক শীর্ষ ধনী মার্কিন মুলুকের ওয়ারেন বাফেটের ছবি না দিলেই নয়, কারণ সবার কাছে তিনি যে 'বিনিয়োগ গুরু'

এই পৃথিবীতে বিলিয়নিয়ারের সংখ্যা ১৫৪২। তাদের প্রত্যেকের সম্পদ ও তার অর্থমূল্যের ভেতরে থাকা কমাগুলো তাদের মর্যাদা প্রকাশ করে।

এ বিষয়ে সবচেয়ে সিরিয়াস আমেরিকানরা। সুইজারল্যান্ড-ভিত্তিক ব্যাংক ইউবিএস তাদের নতুন এক রিপোর্টে জানায়, অধিকাংশ বিলিয়নিয়ারের বাস আমেরিকাতে। তবে তাদের পিছে দ্রুতগতিতেই ছুটছে চীন আর ভারত। এই রিপোর্টে পৃথিবীর বিভিন্ন দেশে ধনীদের সংখ্যা তুলে ধরা হয়েছে। এখানে জেনে যে, এই পৃথিবীতে যেসব দেশে ধনীরা বাস করেন তাদের নাম।

২০১৬ সালে নতুন বিলিয়নিয়ার হওয়াদের তিন-চতুর্থাংশই চীন ও ভারতের। এই দুই দেশে বিলিয়নিয়ারদের দলে নতুন করে যোগ হয়েছেন যথাক্রমে ৬৭ এবং ১৬ জন। যদি ধারাবাহিকতা নিরবচ্ছিন্ন থাকে তবে মাত্র ৪ বছরের মধ্যেই এশিয়ার বিলিয়নিয়াররা আমেরিকাকে ছাড়িয়ে যাবেন।

তবে বর্তমানে আমেরিকাতেই সর্বাধিক বিলিয়নিয়ারের বাস।

সেদেশের মোট ৫৬৩ জন ধুনকুবেরের মোটা সম্পদের পরিমাণ ২.৮ ট্রিলিয়ন ডলার। গত বছর তা ছিল ২.৪ ট্রিলিয়ন।

এখানে জেনে নিন মোট ১৪ দেশের নাম এবং কোন দেশে কতজন বিলিয়নিয়ার থাকেন।

১৪. সিঙ্গাপুরে আছেন ২১ জন বিলিয়নিয়ার।

১৩. স্পেনে আছে ২৫ জন।

১২. তুরস্কে ২৯ জন।

১১. জাপানে ৩৩ জন।

১০. সুইজারল্যান্ডে বিলিয়নিয়ারের সংখ্যা ৩৫ জন।

৯. ফ্রান্সে আছেন ৩৯ জন।

৮. ইতালিতে ৪২ জন।

৭. ব্রিটেনে ৫৫ জন।

৬. হং কং বেশ এগিয়ে, আছেন ৬৯ জন ধনকুবের।

৫. রাশিয়ায় টাকার কুমির আছেন ৯৬ জন।

৪. ভারতে তাদের সংখ্যা বিস্ময়কর, ১০০ জন।

৩. জার্মানিতে আছেন ১১৭ জন।

২. চীন অনেক এগিয়ে গেছে, ৩১৮ জন ধনকুবেরের বাস সেখানে।

১. আমেরিকায় তাদের সংখ্যা আগেই বলা হয়েছে, ৫৬৩ জন।

সূত্র : বিজনেস ইনসাইডার