01-02-2018, 04:33 PM
অজানা এক অনুভূতি
লিখা: ইচ্ছে ঘুড়ি (কষ্টের
নীড়)
একা একা বসে হেডফোন
কানে দিয়ে আমার favorite গান
গুলো শুনেছি আর
জানালা দিয়ে বাইরের
কুয়াশাচ্ছন্ন আকাশটা দেখছি।
ইদানিং মাঝ রাতে আকাশ
দেখাটা খুব একটা রুটিন মাপিক
হয়ে গেছে।
নিজেকে একা মনে হলেই
হয়তো গান শুনি নাহয় মুক্ত আকাশ
দেখি। বিশাল ওই আকাশটাও আমার
কাছে একা লাগে।
রাতে চাঁদ দেখতে আমার খুব
ভালো লাগে। এক সময় নিয়মিত চাঁদ
দেখতাম কিন্তু এখন আর পারি না।
স্বার্থপর এই পৃথিবীতে আর
ভালো লাগেনা। অসহ্য লাগচ্ছে সব
কিছু।
এখানে যার আছে তার সবই আছে,
আর যার নেই তার কিছুই নেই। একদল
আছে চাইলেও পায়না, আর একদল
আছে না চাইতেই সব পেয়ে যায়।
এমনটা কেনো হয়?????
why????
লিখা: ইচ্ছে ঘুড়ি (কষ্টের
নীড়)
একা একা বসে হেডফোন
কানে দিয়ে আমার favorite গান
গুলো শুনেছি আর
জানালা দিয়ে বাইরের
কুয়াশাচ্ছন্ন আকাশটা দেখছি।
ইদানিং মাঝ রাতে আকাশ
দেখাটা খুব একটা রুটিন মাপিক
হয়ে গেছে।
নিজেকে একা মনে হলেই
হয়তো গান শুনি নাহয় মুক্ত আকাশ
দেখি। বিশাল ওই আকাশটাও আমার
কাছে একা লাগে।
রাতে চাঁদ দেখতে আমার খুব
ভালো লাগে। এক সময় নিয়মিত চাঁদ
দেখতাম কিন্তু এখন আর পারি না।
স্বার্থপর এই পৃথিবীতে আর
ভালো লাগেনা। অসহ্য লাগচ্ছে সব
কিছু।
এখানে যার আছে তার সবই আছে,
আর যার নেই তার কিছুই নেই। একদল
আছে চাইলেও পায়না, আর একদল
আছে না চাইতেই সব পেয়ে যায়।
এমনটা কেনো হয়?????
why????