Forums.Likebd.Com

Full Version: যেভাবে মুছবেন ‌উইন্ডোজের পুরনো ওএস ব্যাকআপ
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
আপনি উইন্ডোজ ৭ বা ৮.১ থেকে উইন্ডোজ ১০ আপডেট দিয়েছেন? আপডেট প্রক্রিয়া শেষ হওয়ার পর দেখা গেলো সি ড্রাইভের জায়গা কমে গেলো। কারণ হলো নতুন আপডেট নেওয়ার পরেও পুরানো ওএসটি সি ড্রাইভে থেকে যায়। এ কারণে সি ড্রাইভে স্টোরেজ কমে যায়।
কিন্তু কিভাবে সেই পুরানো ওএসটি নিরাপদে ডিলেট করবেন তা নিয়ে ভাবনা পোহাতে হয়। সেই উপায়ই দেওয়া হলো এই টিউটোরিয়ালে।
প্রথমে উইন্ডোজের স্টার্ট মেনু ক্লিক করে সার্চ গিয়ে ‘Disk Cleanup’ অপশনটিতে ক্লিক করতে হবে।
তারপর ‘”Clean up system files’ বাটনে ক্লিক করতে হবে।
কিছু সময় অপেক্ষা করতে হবে ফাইলগুলো স্ক্যান করারর জন্য। তারপর সেখান থেকে ‘Previous Windows installation(s)’ অপশনটি নির্বাচন করে দিতে হবে।
পরে ওকে বাটনে ক্লিক করে ক্লিনআপে স্টার্ট করতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে অন্য বক্সগুলো যেন নির্বাচন করা না হয়। তবে ব্যবহারকারীরা চাইলে প্রয়োজন মত বক্সগুলো নিবার্চন করতে পারবেন।
এছাড়া পুরনো ওএসটি সহজেই ডিলেট করা যায় সি ড্রাইভে গিয়ে ‘ Windows.old’ ফোল্ডার থেকে। তবে এক্ষেত্রে একটু সর্তক থাকতে হবে যেন নতুন অপারেটিং সিস্টেমটির কোনো ফাইল ডিলেট না হয়।