Forums.Likebd.Com

Full Version: উইন্ডোজ সেটআপ DVD বুট না হলে কি করবেন? সলুয়েশন এখানে...!!
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
সেটআপের জন্য উইন্ডোজ ক্যাসেট ঢুকালেন এবং PC Restart দিলেন কিন্তু F12 ও চাপলেন কিন্তু DVD পায় নাই। এক্ষেত্রে আপনি কি করবেন..?

প্রথমে Windows এর DVD প্রবেশ করান। তারপর পিসি Restart দেন। পিসি Shutdown হয়ে পুনরায় open হওয়ার সময় মাদারবোর্ডের একটি ছবি দেখাবে। ছবির নিচে BIOS এ প্রবেশের জন্য যেই বোতামটি চাপতে বলবে সেটি চাপবেন। চাপলে আপনি BIOS এ ঢুকবেন। ঢুকলে নিচের মত একটি লিস্ট দেখতে পাবেন (আপনার মাদারবোর্ড যেই কোম্পানির সেই কোম্পানির ডিজাইনের উইন্ডো দেখাবে। নিচেরটার মত হুবহু না ও হতে পারে। Basic Idea নিয়ে আপনি করেন)

উপরের ছবিতে একটা লিস্ট দেখতে পাচ্ছেন? লিস্টের প্রথম লাইন IDE Channel1 0 Master। ঐ Option টিতে CD/DVD-ROM select করা আছে। আপনি আপনার BIOS থেকে প্রথম Boot টি অর্থাৎ প্রথম Option টি CD/DVD-ROM করে দিন। তারপর Save করেন এবং BIOS থেকে এক্টিভ হয়ে যান। এবার আপনি F12 চাপ দিলে আপনাকে Press Any Key দেখাবে। আপনি যেকোন একটা Key চাপলে Setup start হবে।
~ধন্যবাদ।

আসিফ,কন্টেন ক্রিয়েটর