Forums.Likebd.Com

Full Version: ভ্রমণের সময় ডেটা খরচ কমান
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম সচল ও নিয়মিত হালনাগাদ রাখতে নেপথ্যে অনেক ইন্টারনেট ডেটা খরচ হয়। আর আপনি যদি প্রচুর ভ্রমণ করেন, তবে ধরেই নেওয়া যায় কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিতে মুঠোফোনের টেথার সুবিধা ব্যবহার করতে হয়, যা অনেক খরচের ব্যাপার। যদিও নিয়মিত হালনাগাদ রাখা প্রয়োজন। তবে দরকারের সময় তা বন্ধ রাখাটাও জরুরি। উইন্ডোজ ১০-এর সেটিং পরিবর্তন করে নেপথ্যে ডেটা খরচের পরিমাণ কমিয়ে রাখা সম্ভব। এই সুবিধার নাম ‘মিটারড নেটওয়ার্ক’। বর্তমানে যে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন শুধু সে নেটওয়ার্কই মিটারড হিসেবে নির্বাচন করতে পারবেন। ছোট কিন্তু কাজের এই সুবিধা ঝামেলা থেকে বাঁচাতে পারে।

আপনি যদি ২ আগস্ট প্রকাশ করা উইন্ডোজ ১০ বর্ষপূর্তি হালনাগাদ ইনস্টল করে থাকেন, তবে বিষয়টা এমনিতেই অনেক সহজ হয়ে গেছে। সে ক্ষেত্রে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

*ইন্টারনেট সংযোগ চালু করুন
*টাস্কবার থেকে নেটওয়ার্ক মেনু সচল করুন
*নেটওয়ার্কের নামের নিচ থেকে ‘Properties’-এ ক্লিক করুন
*‘Set as metered connection’ সুবিধা সচল করুন

উইন্ডোজ ১০ বর্ষপূর্তি হালনাগাদ যদি এখনো ইনস্টল না করে থাকেন, তবে পদ্ধতিটা হবে এমন:
*ইন্টারনেট সংযোগ সচল করুন
*স্টার্ট মেনু থেকে সেটিংস অ্যাপ চালু করুন
*‘Network & Internet’-এ ক্লিক করুন
*ওয়াই-ফাই নির্বাচন করুন
*ওয়াই-ফাই নেটওয়ার্ক তালিকার শেষে ‘Advanced Options’-এ ক্লিক করুন
*এবার ‘Set as metered connection’ সচল করে দিন
সূত্র: দ্য নেক্সট ওয়েব