Forums.Likebd.Com

Full Version: গ্রাফিক্স ডিজাইন কি আপনার জন্য? নাকি আরো ভাল সুযোগ আছে??
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
[Image: Graphic-_Design.jpg]

একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আমি মনে করি আর সব ক্যাটেগরির মধ্যে গ্রাফিক্স ডিজাইনেই কম্পিটিশন সব চেয়ে বেশি। এর কারণ কি? কারণ, আমরা মনে করি গ্রাফিক্স ডিজাইন টা সহজ। কিছু একটা বানিয়ে দেব ফটোশপ র ইলাস্ট্রেটর দিয়ে। আর গুগল এ তো ডিজাইনের অভাব নেই আইডিয়া নেবার জন্য।

আর আমাদের মধ্যে বেশিরভাগই আমরা Self Taught Designer বা নিজে নিজে শেখা ডিজাইনার। অথবা অন্য কোন ডিজাইনার ভাই এর কাছ থেকে পাওয়া জ্ঞান দিয়েই আমাদের ফ্রিল্যান্সিং এর যাত্রা শুরু হয়।
সেক্ষেত্রেই আমাদের জ্ঞান এর সল্পতা কিছুটা থেকেই যায়। আমরা খুব কম লোকই জানি ডিজাইনের ইতিহাস, বা খুব কম মানুষই ডিজাইনের ওপর পড়াশোনা করেছি। আর এটাও আমাদের একটা ভুল। অল্প বিদ্যা ভয়ংকরি হওয়ার মত অল্প জানা ডিজাইন জ্ঞানও ভয়ংকরি।
BritishLogoDesign.Co.UK এর একটা আর্টিকেল এ বলা হয় প্রতি বছর ২২ মিলিয়ন ডলারেরো বেশি টাকা নষ্ট হয় কপিরাইট আইন অমান্য করে ব্যাবহার করা ডিজাইনের জন্য।
তো মদ্দা কথা হলো, যদি ডিজাইনিং দিয়েই আমি ফ্রিল্যান্স ক্যারিয়ার করতে চাই তবে আমার কি উচিত না ফটোশপ বা ইলাস্ট্রেটর শেখার আগে, ফাইভারে কিভাবে কাজ করবো সেটা শেখার আগে একটু ডিজাইনের ব্যাসিক টা শিখে নেয়া?

আমি কি জানি কেন ট্রাফিক লাইট এ লাল, নীল আর হলুদ আলো ব্যাবহার করা হয়? কালার থিওরি টা এখানে কি ছিল? আমি কি জানি রাস্তার ওয়ার্নিং সাইন গুলো লাল আর হলুদ রঙের ডিজাইনেই করা হয়? কেন অস্ট্রেলিয়ার OK Bank এর একটা ছোট্ট লোগো বানাতে ১৬ মিলিয়ন ডলার খরচ করা হয়? আমরা খুব কমই এসব জানি। আর এটা আমাদের দোষ না মোটেও।

কেউ আমাদের বলেই না যে ডিজাইন শিখতে গেলে আমাদের Layout & Composition শিখতে হবে। Color Theory জানতে হবে। Typography জানতে হবে। আমাদের বলা হয়, ফটোশপ শেখো, এর মাথা কেটে ওর বডি তে লাগাও। ওয়াহ!!! কি ডিজাইন।

ডিজাইনার বা যে কোন সৃজনশীল পেশার মানুষদের নানা রকম মানসিক সমস্যা পার করতে হয়। আজব ব্যাপার হলেও সত্যি যে আমরা জানিই না আমাদের কখন কোন সমস্যা হচ্ছে।

যে কোন সৃজনশীল পেশায় কাজ শেখার শুরুর দিকে আমরা সবাই একটা সময় পার করি যখন আমাদের নিজেদের করা কাজ কেই সব থেকে সেরা বা ভালো মনে হয়। ধীরে ধীরে আমরা যত কাজ শিখি তত বুঝতে পারি কি কি শেখার আরো বাকি রয়ে গেছে।

কাজ করতে করতে একটা সময় আসে, যখন মাথায় হাতুড়ির বাড়ি দিয়েও আইডিয়া আর বের করা যায় না। যাকে Designer Burn out syndrome বলা হয়।

এই সমস্যা গুলো থেকে বেরনোর উপায়ও আছে, আর আপনাকে কোন ডাক্তারের কাছেও যেতে হবে না এর জন্য। কিন্তু আমরা তো জানিই না এগুলো রোগ। কিভাবে সারাবো তাহলে?

আমি এগুলো বলছি একটা Scenario বোঝানোর জন্য যে আমাদের কে ঠিক কিভাবে এগোনো উচিৎ।

তাই এগুলো শিখে, জেনে তারপর যদি মনে হয় যে, "হ্যা আমি পারব এগুলো" তবেই যদি কাজ শুরু করি, তাহলে সফলতাও আসবে দ্রুত। ডাক্তার কে যদি ইঞ্জিনিয়ারিং পড়ানো শুরু করা হয়, তার যেমন দশা হবে, আমি যে সেক্টরে কাজ করতে যাচ্ছি সেটার সম্পর্কে না জেনেই যদি কাজ শুরু করি, আমারো ঠিক তেমন দশাই হবে।

শেষ কথা, ডিজাইনের প্রতি যদি ভালবাসা না থাকে, প্রচন্ড আগ্রহ না থাকে তবে ডিজাইনে না ঢুকে অন্য কোন সেক্টরে ফ্রিল্যান্সিং বা কাজ করলে আমি মনে করি, সফল হওয়ার সু্যোগ টা বেশি থাকে। মাসের পর মাস ফেসবুকে আর ইউটিউবে বা অন্য ফ্রিল্যান্সার দের দেখে দেখে মন খারাপ করার আগেই নিজের ভবিষ্যত টা ছক করে নিলে ভাল।
আর যদি ডিজাইনেই প্রেম খুজে পাওয়া যায়। তাহলে তো কথাই নেই। মন খুলে ডিজাইন করুন। আর শুধু নিজের বা নিজের পরিবারের না, পুরো দেশটার মুখ উজ্জল করুন। আপনার সফল হওয়ার সুযোগটাও তখন অনেক বেশি হবে।
দোয়া করি বাংলাদেশের সকল ডিজাইনার, এই গ্রুপের সকল ডিজাইনার সাফল্যের শিখরে পৌছে যাক।
কালেকটেড-
- শাহরিয়ার শুভ