Forums.Likebd.Com

Full Version: বিশ্বের কোন দেশের শিশুর প্রিয় খেলনা কোনটি ?
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
বিশ্বের নানা দেশের মানুষের পছন্দও আলাদা। আর
এর বাইরে নয় শিশুরাও।
বিশ্বের নানা দেশের শিশুদের নানা ধরনের খেলনা
প্রিয়। আর শিশুদের এ পছন্দের তালিকায় রয়েছে
অতি সাধারণ বল থেকে শুরু করে ভাঙা পুতুল পর্যন্ত।
এ লেখায় তুলে ধরা হলো তাদের সে প্রিয় খেলনার
তালিকা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে
বিজনেস ইনসাইডার।
বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের প্রিয় খেলনার
তালিকাটি প্রায়ই তাদের পারিবারিক আয়ের ওপর
নির্ভর করে। কারণ দরিদ্র পরিবারের শিশুদের দামি
খেলনা কেনার সক্ষমতা থাকে না। এ কারণে তাদের
কমদামি খেলনার ওপরই নির্ভর করতে হয়।
অন্যদিকে কিছুটা অবস্থাপন্ন পরিবারের শিশুদের
প্রিয় খেলনাও আলাদা হয়। আর এর ভিত্তিতে কয়েক
ধরনের সামাজিক অবস্থানের শিশুদের কয়েক ধরনের
খেলনার ওপর নির্ভরতা দেখা যায়। এ লেখায় তুলে
ধরা হলো শিশুদের সেই খেলনার তালিকা।
ভারতীয় যে পরিবারের মাথাপিছু মাসিক আয় ২৯
ডলার, তাদের শিশুদের প্রিয় খেলনা প্লাস্টিকের
বোতল।
বুরুন্ডির যে পরিবারের মাথাপিছু মাসিক আয় ২৯
ডলার, তাদের শিশুদের প্রিয় শুকনো ভুট্টা।
জিম্বাবুয়ের যে পরিবারের মাথাপিছু মাসিক আয়
৩৪ ডলার, তাদের শিশুদের প্রিয় খেলনা বাড়িতে
তৈরি বল।
হাইতির যে পরিবারের মাথাপিছু মাসিক আয় ৩৯
ডলার, তাদের শিশুদের প্রিয় খেলনা টেনিস বল।
জিম্বাবুয়ের যে পরিবারের মাথাপিছু মাসিক আয়
৪১ ডলার, তাদের শিশুদের প্রিয় খেলনা পুরনো
খেলনা গাড়ি।
বুর্কিনাবেতে যে পরিবারের মাথাপিছু মাসিক আয়
৪৫ ডলার, তাদের শিশুদের প্রিয় খেলনা ভাঙা
প্লাস্টিকের পুতুল।
বুর্কিনাবেতে যে পরিবারের মাথাপিছু মাসিক আয়
৫৪ ডলার, তাদের শিশুদের প্রিয় খেলনা টায়ার।
ভারতের যে পরিবারের মাথাপিছু মাসিক আয় ৬৫
ডলার, তাদের শিশুদের প্রিয় খেলনা বাড়িতে তৈরি
ক্রিকেট ব্যাট।
ভারতের যে পরিবারের মাথাপিছু মাসিক আয় ৮০
ডলার, তাদের শিশুদের প্রিয় খেলনা ভাঙা
প্লাস্টিকের পুতুল।
ফিলিপাইনের যে পরিবারের মাথাপিছু মাসিক আয়
৯৮ ডলার, তাদের শিশুদের প্রিয় খেলনা অ্যাকশন
ফিগার।
ফিলিস্তিনের যে পরিবারের মাথাপিছু মাসিক আয়
১১২ ডলার, তাদের শিশুদের প্রিয় খেলনা
প্লাস্টিকের বোতল।
কলম্বিয়ার যে পরিবারের মাথাপিছু মাসিক আয়
১২৩ ডলার, তাদের শিশুদের প্রিয় খেলনা ফুটবল।
নাইজেরিয়ার যে পরিবারের মাথাপিছু মাসিক আয়
১২৪ ডলার, তাদের শিশুদের প্রিয় খেলনা কাঠের
দণ্ড।
কলম্বিয়ার যে পরিবারের মাথাপিছু মাসিক আয়
১৪৫ ডলার, তাদের শিশুদের প্রিয় খেলনা
প্লাস্টিকের বল।
কলম্বিয়ার যে পরিবারের মাথাপিছু মাসিক আয়
১৬৩ ডলার, তাদের শিশুদের প্রিয় খেলনা বিড়াল।
ফিলিপাইনের যে পরিবারের মাথাপিছু মাসিক আয়
১৭০ ডলার, তাদের শিশুদের প্রিয় খেলনা
প্লাস্টিকের পুতুল।
তিউনিসিয়ার যে পরিবারের মাথাপিছু মাসিক আয়
১৭৬ ডলার, তাদের শিশুদের প্রিয় খেলনা টেডি
বিয়ার।
তিউনিসিয়ার যে পরিবারের মাথাপিছু মাসিক আয়
২১৮ ডলার, তাদের শিশুদের প্রিয় খেলনা স্কুটার।
ভারতের যে পরিবারের মাথাপিছু মাসিক আয় ২৪৫
ডলার, তাদের শিশুদের সময় কাটানোর জন্য প্রিয়
খেলনা ট্রাক।
জর্ডানের যে পরিবারের মাথাপিছু মাসিক আয় ২৪৯
ডলার, তাদের শিশুদের প্রিয় খেলনা প্রাণীর পুতুল।