Forums.Likebd.Com

Full Version: ভালোবাসার নামে দেহ বিলানোটাকে কি ভালোবাসা বলে ?
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
- এই খালি যাবা?
- কোথায়?
- মগবাজার চৌরাস্তা।
- না।
প্রায় ১ ঘন্টা যাবৎ রাস্তায় দাঁড়িয়ে নিধি। কোন
রিস্কা নেই থাকলে ও কেউ যেতে চাই না। আজ তার
আবিরের সাথে ডেট আছে। তাই একটু তাড়া।
- এই খালি যাবা।
- কোথায়?
- মগবাজার চৌরাস্তা।
- হুম
- কত টাকা?
- ৮০ টাকা।
- চলো।
রিস্কায় উঠছে নিধি । পাশ থেকে একটা মহিলা
কন্ঠ,
- আপা আপনি কি মগবাজার যাবেন?
- হুম কেন?
- আমি ও যামু যদি আপনার সাথে যেতে দিতেন। হাফ
ভাড়া দিমু।
- কোথায় যাবেন আপনি।
- মগবাজার যামু।
উঠুন।(রিস্কা চলতে শুরু করল।)
- আপা আপনি কি করেন?
- পড়াশুনা।
- কিসে পড়েন আপা।
- এই তো ইউনির্ভাসিটি ২nd ইয়ার।
- ও মা আপা এত দূর পড়ছেন।
- আপনি কি করেন ?
- আমি গতর বেছে খায়।
- What?
- বুঝেন নাই তো?
- আপনারা যাকে বলেন call girl.
- What I mean u call girl.
- হুম আপা।
- ছি আপনার লজ্জা করে না। আবার বলেছেন?
- আমাগো লজ্জা করবে কেন? আমরাতো পেটের
দায়ে করি। লজ্জা তো তাদের পাওয়া উচিত যাদের
সব কিছু থাহার পর ও আমাদের কাছে ছুইট্টা আহে।
- কাজ করে খেতে পারেন না?
- একটা র্গামেন্টস কাজ করতাম। টাকা আনতে গেছি
ও শুয়রের বাচ্চা টাকা না দিয়া আমার উপর
ঝাঁপিয়ে পড়ে। তাই এই পথ বেঁচে নিছি।
হঠাৎ নিধির ফোনটা বেজে ওঠে। আবিরের কল।
- তুমি কোথায়।
- এইতো আসছি। যা জ্যম।
- আমার আর তর সহছে না।
- Wait baby. ও আচ্ছা ভাল কথা প্রোটেকশান আনছো
তো।
- হুম।
- দেখ কিন্তু। পরে যদি কিছু হয়ে যায় আমি
ফ্যামিলিতে মুখ দেখাতে পারবো না।
- আরে কিছু হবে না।
- ওকে বেবি বাই।
- আপনি ওকে ভালোবাসেন আপা।
- হুম কেন?
- না।
- কোথাও যাবেন?
- না ও বাসায় একা। ওর বোরিং লাগছে তাই আমি
যাচ্ছি।
- হেসে দেয় কল র্গাল।
- হাসছো কেন?
- না আপা। আমি না হয় পেঠের দায়ে। কিন্তু আপনি
কেন? আপনার কিসের অভাব।
- What do u mean?
- আপা আমি এত ইংরেজি বুঝি না।
- তুমি কি বলতে চাও।
- আপা আপনার সাথে ওর যদি বিয়ে না হয়।
- তো কি হয়েছে?
- আপা আমি না প্রতি নিয়ত আল্লাহর দোয়ারে
শুকরিয়া করি যেন আল্লাহ আমার এই অভিশপ্ত জীবন
থেকে মুক্তি দেয়। জানি না কল গার্লের ডাক
আল্লাহ শুনেন নাকি। আর আপনি ভালোবাসার নামে
সে পথে নামলেন।
- চুপ কর। call girl হয়ে এত বড় বড় কথা বলছো। আমারি
ভুল হয়েছে তোমাকে রিস্কায় বসানো। নামো…… এই
মামা নামিয় দাও তাকে। এই যে মামা,নামিয়ে দাও
ওকে।
নিধির দমক
- শুনে রিস্কাওয়ালা নামিয়ে দেয় তাকে। একা একা
চলে যায় নিধি।
লিখা: অনুভূতিহীন রনি।
বি:দ্র: হয়তো ধমক দিয়ে তার মুখ বন্ধ করলেন। কিন্তু
প্রেমের নামে যে বেশ্যামি আপনি করছেন। তা কি
আপনাকে call girl হিসেবে প্রমান করছে না। হয়তো
আপনি সে নামটাকে আরো মডিফাই করে বলেন
প্রেমিকা। কিন্তু নিজের বিবেকের কাছে প্রশ্ন
করেন তো ভালোবাসার নামে দেহ বিলানোটাকে
কি ভালোবাসা বলে?