Forums.Likebd.Com

Full Version: ২০১৭ সালের সেরা ১০ প্রযুক্তিবিষয়ক চাকরি
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
সিএনএন মানির বিশ্লেষণে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে সেরা কাজ হিসেবে স্বীকৃতি পেয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার। চাকরির ক্ষেত্রে সেরা ১০০ পদের যে তালিকা মার্কিন সংবাদমাধ্যমটি প্রকাশ করেছে সেখানে ৩৬টি পদই প্রযুক্তিবিষয়ক। সেখানে আরও বলা হয়েছে দেশটির বর্তমান চাকরির বাজার গত এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। আর এর পুরোভাগে আছে তথ্যপ্রযুক্তি। এই বিশ্লেষণে শুধু বার্ষিক বেতন নয়, বিবেচনায় আনা হয়েছে চাকরিতে সন্তুষ্টি ও উন্নয়নের সুযোগ। সিএনএন মানির সেরা ১০০ পদের তালিকা থেকে প্রযুক্তিবিষয়ক সেরা ১০ পদের তালিকা এখানে প্রকাশ করা হলো।



মোবাইল অ্যাপ্লিকেশনস ডেভেলপার

গড় বার্ষিক বেতন: ৯৭,১০০ ডলার



প্রোডাক্ট অ্যানালিস্ট

গড় বার্ষিক বেতন: ৭৪,৯০০ ডলার



ইনফরমেশন অ্যাস্যুরেন্স অ্যানালিস্ট

গড় বার্ষিক বেতন: ৯৮,৯০০ ডলার



ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনস স্পেশালিস্ট

গড় বার্ষিক বেতন: ৭৭,০০০ ডলার



ডেটাবেইস অ্যানালিস্ট

গড় বার্ষিক বেতন: ৭০,১০০ ডলার



ইনফরমেশন টেকনোলজি ডিরেক্টর

গড় বার্ষিক বেতন: ১,২৮,০০০ ডলার



ওয়েব মাস্টার

গড় বার্ষিক বেতন: ৬১,২০০ ডলার



ম্যানেজমেন্ট অ্যানালিস্ট

গড় বার্ষিক বেতন: ৭১,৪০০ ডলার



ইনফরমেশন টেকনোলজি অপারেশনস ম্যানেজার

গড় বার্ষিক বেতন: ৯৭,২০০ ডলার

১০

কাস্টমার সাকসেস ম্যানেজার

গড় বার্ষিক বেতন: ৯৮,১০০ ডলার

সূত্র: সিএনএন, পেস্কেল ডটকম