Forums.Likebd.Com

Full Version: যেভাবে বুঝবেন আপনার সঙ্গী আপনাকে ঠকাচ্ছে
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
যেভাবে বুঝবেন আপনার সঙ্গী আপনাকে ঠকাচ্ছে
লাইফস্টাইল ডেস্ক:প্রত্যেকের জীবনে একবার হলেও ভালবাসা আসে। তেমনই ভালোবেসে আঘাতও পেয়ে থাকেন অনেকে৷ বেশির ভাগ ক্ষেত্রেই প্রেম ভঙ্গের কারণ হিসেবে থাকে অবিশ্বাস।

সঙ্গীর দেরি করে বাড়ি ফেরা, ফোনের উত্তর না দেওয়া, এড়িয়ে যাওয়া, কথা আড়াল করা, ধীরে ধীরে মনে জন্ম দেয় অবিশ্বাসের৷ পরবর্তী সময়ে যা সম্পর্কের পতন ডেকে আনে৷

কিন্তু একটু চেষ্টা করলেই আপনার সঙ্গী বা সঙ্গিনী কতটা লয়াল বা বিশ্বাসী তা বুধতে পারবেন আপনি৷ রইল পাঁচটা টিপস:

১) অতিরিক্ত সতর্কতার সঙ্গে আপনার থেকে কোনও কিছু গোপন করে যাওয়া৷বিশেষ করে মোবাইল ফোন, ফেসবুক, হোয়াটসঅ্যাপে আপনাকে হাত দিতে না দেওয়া৷

২) কোনও স্থানে যাওয়ার আগে নিজেদের পোশাক সম্পর্কে অতিরিক্ত সচেতন হওয়া৷

৩) আপনার কোনও কথায় নজর না দিয়ে নিজের মনে অন্য ভাবনায় ডুবে থাকা৷

৪) পোশাকে অচেনা লিস্টিকের চিহ্ন বা পারফিউমের গন্ধ৷

৫) আপনার সঙ্গে এক বিছানায় থাকতে রাজি না হওয়া৷