Forums.Likebd.Com

Full Version: 'আমার দেশ সব কিছুকে ছাড়িয়ে গেছে'
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
আন্তর্জাতিক ডেস্ক:ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে দেশে সেনা শাসন জারির হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, দেশের মাদক পরিস্থিতি যদি খারাপের দিকে যায় তাহলে তিনি হয়তো সামরিক শাসন জারি করতে পারেন। গতকাল শনিবার দাভাও শহরে ব্যবসায়ীদের একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।

দুতের্তে জানিয়েছেন, তার এই পদক্ষেপের উদ্দেশ্য হবে কেবল ফিলিপাইনের জনগণ ও দেশের তরুণদের হেফাজত করা।

গত বছর মে মাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন দুতের্তে। এরপর থেকে তার ঘোষিত মাদকবিরোধী অভিযানে নিহত হয়েছে ৬ হাজারের বেশি লোক। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর ব্যাপক সমালোচনার পরও নিজের অবস্থান থেকে নড়তে নারাজ দুতের্তে।

শনিবার প্রেসিডেন্ট জানান, ফিলিপাইন যাতে একটি মাদকরাষ্ট্রে পরিণত না হয়, সেজন্য তিনি কাজ করছেন।

তিনি বলেন, ‘আমি যদি চাই এবং পরিস্থিতি যদি আরো খারাপের দিক যায়, তাহলে আমি সেনা শাসন ঘোষণা করতে পারি। কেউ আমাকে ঠেকাতে পারবে না। আমার দেশ সব কিছুকে ছাড়িয়ে গেছে, এমনকি সীমাবদ্ধতাকেও।’

দুতের্তে বলেন, ‘আমি আপনাদেরকে বলছি, আমাকে যদি সেনা শাসন ঘোষণা করতে হয়, তাহলে আমি এটা করব। এটা আক্রমণ, বিপ্লব কিংবা বিপদের জন্য নয়। আমি এটা ঘোষণা করব আমার জাতিকে রক্ষা করার জন্য।